Raj Chakraborty

রাজকে কতটা ভালবাসেন? আচমকা ছবি পোস্ট করে জানালেন শুভশ্রী

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই সেলেব দম্পতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২১:৫৭
Share:

রাজ এবং শুভশ্রী।

খুব কাছাকাছি তাঁরা। রাজের ভালবাসার আলিঙ্গনে বদ্ধ শুভশ্রী। প্রেমের রংমিলান্তিতে দু’জনের মন মজেছে কালোতে। ভালবাসার মানুষকে কাছে পেয়ে খুশি নায়িকা। পরিতৃপ্তির স্মিত হাসি তাঁর মুখ জুড়ে। চতুর্থীর সন্ধ্যায় এমনই একটা মিষ্টি ছবি অনুরাগীদের উপহার দিলেন শুভশ্রী।

Advertisement

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই সেলেব দম্পতি। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর পর এ বার পথ চলা শুরু করেছেন মা-বাবার ভূমিকায়। ছোট্ট ইউভানকে নিয়ে সময় কাটছে তাঁদের। নতুন অভিভাবকত্বের দায়িত্ব নেহাতই কম নয়। সব কিছু সামলেই শুভশ্রী যেন রাজকে আরও একবার বলতে চাইলেন ‘ভালবাসি ভালবাসি’। তাই পরিচালক যখন কাজে ব্যস্ত, তখন নায়িকা তাঁর অজান্তেই আবার নতুন করে যেন ভালবাসার ঘোষণা করলেন এই ছবি দিয়ে।

ফি-দিনই কর্তা-গিন্নি পিডিএ করে ‘কাপল গোলস’ দিচ্ছেন অনুরাগীদের। ইউভানের জন্মের পর হাসপাতালেই শুভশ্রীকে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন রাজ। দাম্পত্যের দুটো বছর পেরিয়ে ভালবাসা শুধুই বেড়ে চলেছে ‘রাজশ্রী’র। এখন দুই থেকে তিন হয়ে আগামীর স্বপ্ন বুনছেন তাঁরা। ‘ভালবাসায় ভালোবেসে বেঁধে’ রেখেছেন একে অপরকে।

Advertisement

🖤🖤🖤 @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আরও পড়ুন: 'ব্যারিকেড পর্যন্ত সবাই সুশৃঙ্খল, মণ্ডপে ঢুকলেই বিশৃঙ্খলা?' হাইকোর্টের রায়ে দ্বিধায় রুদ্রনীল

সাহসী দৃশ্য থেকে আধ্যাত্মিক শো-এর সাবেকিয়ানা, জনপ্রিয় এই নায়িকা এখন বিস্মৃত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement