Subhashree Ganguly

‘আরও যাও প্রচারে’! কোভিড আক্রান্ত শুভশ্রীর মা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেটাগরিকদের

ব্যারাকপুরে স্বামীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভশ্রী। সে কথা মনে করিয়ে দিলেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ২১:৪৬
Share:

ইউভানের সঙ্গে শুভশ্রী

কোভিড আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজেই সে কথা জানিয়েছেন ইনস্টাগ্রামে। নিভৃতবাসে তিনি। ৬ মাসের পুত্রসন্তান ইউভানকে তাঁর কাছ থেকে আপাতত দূরে রাখা হয়েছে। এ-দিকে স্বামী রাজ চক্রবর্তীও শহরে নেই। ব্যারাকপুরে রয়েছেন গত দেড় মাস ধরে। বৃহস্পতিবার তাঁর কেন্দ্রে নির্বাচন। তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন পরিচালক। এমনই অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। ছেলেকে নিজের কাছ থেকে দূরে রেখে যন্ত্রণায় রয়েছেন শুভশ্রী। সে কথাই ভাগ করে নিতে চেয়েছিলেন নিজের অনুরাগীদের সঙ্গে।

Advertisement

ছেলের ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘তোমাকে ছেড়ে এত দিন থাকতে হবে, কোনও দিন ভাবিনি’।

কিন্তু হিতে বিপরীত। এক জোট হয়ে নেটাগরিকরা তাঁকে মাতৃত্বের পাঠ পড়িয়ে দিলেন। মা হলে কী করা উচিত, কী নয়, তার খাতা খুলে বসলেন সকলে। অভিনেত্রীর মন্তব্য বাক্স ভরে উঠল অপমানে। কেউ কেউ মনে করছেন, শুভশ্রী মা হওয়ার যোগ্য নন। কেউ আবার তাঁর সুস্থতা কামনা করেও খোঁটা দিয়ে কথা বললেন।

Advertisement

ব্যারাকপুরে স্বামীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভশ্রী। সে কথা মনে করিয়ে দিলেন নেটাগরিকরা। তাঁদের মতে, সেখান থেকেই সংক্রমিত হয়েছেন তিনি। তাই তাঁদের কারও উপদেশ, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। কেউ বললেন, ‘বাড়িতে ছোট বাচ্চা আছে, সেটা না ভেবেই ড্যাং ড্যাং করতে করতে ভোট চাইতে বেরিয়ে পড়লেন? যাই হোক, সুস্থ হয়ে উঠুন'। অশ্লীল মন্তব্য করতেও ছাড়েননি কেউ কেউ। ইউভানের স্তন্যপান কী ভাবে হচ্ছে, সে নিয়েও কুমন্তব্য চোখে পড়ল শুভশ্রীর পোস্টের মন্তব্যের বাক্সে। এক জন নেটাগরিকের মতে, যাঁদের কাছে টাকা আছে, যাঁরা শিক্ষিত, তাঁরাই যদি এমন করেন, তবে সাধারণ মানুষ কী করবেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement