Suban Roy

Suban Roy: তিয়াসা নয়, অন্য কারও ছোঁয়ায় ‘খলনায়ক’ থেকে রাতারাতি ‘নায়ক’ সুবান

‘সুন্দরী’ ধারাবাহিকে পরিচারিকার সঙ্গে প্রেম করে চর্চার কেন্দ্র হয়েছিলেন অভিনেতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪
Share:

তিয়াসা ছাড়া আর কারও ছোঁয়ায় বদলে গেলেন সুবান?

সান বাংলার ‘সুন্দরী’ ধারাবাহিকে বাড়ির পরিচারিকার সঙ্গে প্রেম করে চর্চার কেন্দ্র হয়েছিলেন সুবান রায়। সেই সময় তাঁর দাম্পত্য জীবনেও চলছিল সমস্যা। স্ত্রী অভিনেত্রী তিয়াসা রায়ের সঙ্গে তাঁর সম্পর্ক আছে কিনা, এই প্রশ্নে তোলপাড় হয়েছিল নেটমাধ্যম।

Advertisement

সেই সুবানই নাকি খলনায়ক থেকে নায়কে রূপান্তরিত হয়েছেন। তা হলে কি দাম্পত্য সমস্যার সমাধান হল?

টেলিপাড়ায় খবর, তিয়াসা নয় এন্টারটেন বাংলার নতুন ধারাবাহিক নতুন ভাবে আবিষ্কার করতে চলেছে অভিনেতাকে। সেখানে তাঁর চরিত্রের নাম সোনাই। তিনি ধারাবাহিকের নায়ক ‘রূপাই’-এর বিবাহিত দাদা। স্ত্রীকে নিয়ে সুখে সংসার করেন। আরও খবর, ছোট পর্দার ‘ড্রইংরুম ড্রামা’তেও নাকি এই প্রথম কাজ করতে চলেছেন সুবান। তাঁর মায়ের চরিত্রে দেখা যাবে রেশমি সেনকে। বাবা মিলন রায়চৌধুরী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement