বাঁ দিকে শাহরুখ এবং ডান দিকে অনুরাগ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের ঝাঁপি খুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তাঁর কলেজ দিনের স্ট্রাগল থেকে শাহরুখ খানের বাড়িতে হঠাৎ পৌঁছে যাওয়া... টুকরো টুকরো স্মৃতি তুলে ধরেছেন অনুরাগ।
পরিচালকের কথায়, ‘‘শাহরুখ আর আমি দিল্লির একই কলেজে পড়তাম। সেই সূত্র ধরেই ওর বাড়িতে ঢুকে পড়েছিলাম। খুব খিদে পেয়েছিল। ওকে বলায় অমলেট তৈরি করে দিল। তখন শুধু অমলেট তৈরি করতে জানত শাহরুখ...’’
তাঁর স্মৃতিকথায় বেশি করে এসেছে পরিচালক ইমতিয়াজ় আলির কথা। জীবনের প্রথম পোর্টফোলিও অনুরাগ দেখিয়েছিলেন ইমতিয়াজ়কে। অভিনেতা হিসেবে প্রথম যে ছবিটি তিনি করেছিলেন, সেই ছবিতে ইমতিয়াজ়ও ছিলেন তাঁর সহ-অভিনেতা হিসেবে। ১৯৯৪ সালে ছবিটির প্রিমিয়ার হয়। তবে অনুরাগেরর কথায়, ‘‘সে ছবি নিয়ে ইমতিয়াজ় কথাও বলে না। জানতে পারলেই আমাকে খুন করে দেবে।’’