Sreelekha: বলিউড সিরিজে শ্রীলেখা! সুপুরুষ সহ-অভিনেতাকে জড়িয়ে গেয়ে উঠলেন ‘চিরদিনই...’ 
Sreelekha Mitra

Sreelekha: বলিউড সিরিজে শ্রীলেখা! সুপুরুষ সহ-অভিনেতাকে জড়িয়ে গেয়ে উঠলেন ‘চিরদিনই...’ 

আপাতত কলকাতার শ্যুট শেষ। মার্চে সবার কপাল বেয়ে যখন ঘাম গড়াবে শ্রীলেখা তখন দার্জিলিংয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে শ্যুট করবেন সিরিজের বাকি অংশ। শেষ অংশের শ্যুট হবে মুম্বইয়ে। এ ভাবেই একের পর এক ছক্কা হাঁকিয়ে শ্রীলেখা আবারও প্রমাণ করে দিলেন, চাইলেই ফিরে আসা যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ২৩:৪৫
Share:

ছবি ইনস্টাগ্রাম।

বৃহস্পতিবার রাতে অবশেষে শ্রীলেখা মিত্র এক পুরুষের বাহুলগ্না! সেই পুরুষও সুপুরুষ তাঁকে জড়িয়ে। আর শ্রীলেখা গেয়ে উঠেছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-বিজয়েতা পণ্ডিত অভিনীত ‘অমর প্রেম’-এর গান ‘চিরদিনই তুমি যে আমার’! টলিউড বলে, শ্রীলেখার সঙ্গে বু্ম্বাদার সম্পর্ক নাকি টক-ঝাল! তাঁর গান অভিনেত্রীর ঠোঁটে? প্রেমে পড়েছেন নাকি? হাসতে হাসতে আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখার জবাব, ‘‘তা কেন! এমনিই।’’ তার পরেই দাবি, প্রেম প্রেম ভাব... জড়িয়ে ধরা বললেই নাকি এই গানটিই মনে পড়ে তাঁর। অগত্যা...!

Advertisement

তার পরেই ফাঁস আসল কিস্যা। একটি বলিউড সিরিজে অভিনয় করছেন শ্রীলেখা। তারই কিছু অংশের শ্যুট চলছে কলকাতায়। শ্যুটের ফাঁকে রূপটানের গাড়িতে বসেছিলেন শ্রীলেখা আর তাঁর সহ-অভিনেতা অজিঙ্ক ডিও। রূপসজ্জা শিল্পীরই মাথায় খেলে, চুপচাপ বসে না থেকে দুই অভিনেতা একটি রিল ভিডিয়ো বানালে কেমন হয়? প্রস্তাব মনে ধরতেই রাজি দু’জনে। বাকিটা বলবে রিল।

যিনি রিলের ঘোর বিরোধী তিনিই এখন চুটিয়ে ভিডিয়ো বানাচ্ছেন? জবাবে যুক্তি অভিনেত্রীর, ‘‘আমি এখনও ঘোর বিরোধী। বিরোধিতা করি সারা ক্ষণ রিলে ডুবে থাকা বা ভিডিয়ো বানানো নিয়ে। কিন্তু অবসরে সময় কাটাতে তো এক-আধটা রিল বানানোই যায়! আমি সেটাই করছি।’’ পাশাপাশি এও জানিয়েছেন, জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করছেন। নিজের শর্তে বাঁচছেন। এই পরিচালনা করছেন, তো পর মুহূর্তেই অভিনয়। এসভিএফের ‘রুদ্রবীণা’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এ বার বলিউড চিনবে তাঁকে।

Advertisement

আপাতত কলকাতার শ্যুট শেষ। মার্চে সবার কপাল বেয়ে যখন ঘাম গড়াবে শ্রীলেখা তখন দার্জিলিংয়ে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে শ্যুট করবেন সিরিজের বাকি অংশ। শেষ অংশের শ্যুট হবে মুম্বইয়ে। এ ভাবেই একের পর এক ছক্কা হাঁকিয়ে শ্রীলেখা আবারও প্রমাণ করে দিলেন, চাইলেই ফিরে আসা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement