Sreelekha Mitra

Sreelekha Mitra: ইচ্ছাপত্র করে যাব, নীরবে চলে যেতে চাই, আমার দাহকার্যের পর সবাই জানবেন: শ্রীলেখা

শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৮:০৩
Share:

শ্রীলেখা মিত্র।

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু নাড়া দিয়েছে শ্রীলেখা মিত্রকে। তাঁর বাড়িতে সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় অস্বস্তিতে ফেলেছে অভিনেত্রীকে। বৃহস্পতিবার বিকেলে ইউটিউব চ্যানেলে আগে বলা কথা তাই আরও একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি, ‘আমি মরলে আমায় নিয়ে যেন কোনও ইন্ডাস্ট্রি আর মিডিয়ার সার্কাস না হয়।’

Advertisement

কেন এ কথা? আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেত্রীর দাবি, ‘‘এক, বেঁচে থাকতে কেউ খোঁজ নেবেন না। মৃত্যুর পর সবাই জড়ো হবেন। এটা আমি চাই না। দুই, বেঁচে থাকতে আমার সব খারাপ, আর মৃত্যুর পরে সব ভাল- এটাও কাম্য নয়।’’ শ্রীলেখার ইচ্ছে, তিনি শান্তিতে, নীরবে চলে যাবেন। এখনও তাঁর বাড়িতে ইন্ডাস্ট্রির লোকজনের ভিড় নেই। তখনও যেন না থাকে। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর এই ইচ্ছে তিনি মেয়েকে, তাঁর ঘনিষ্ঠদের জানিয়ে যাবেন। আলাদা করে ইচ্ছাপত্রে লিখেও যাবেন। তাঁর শেষযাত্রায় সামিল হবেন শুধু তাঁর আত্মীয়, কাছের মানুষেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement