Sreelekha Mitra

ক্লিভেজ দেখতে হলে দেখুন, নোংরামি করবেন না: শ্রীলেখা

যৌনতাকে ঘিরে মানুষের মধ্যে যে ছুঁৎমার্গ আছে, তার জন্যই অনেকের মধ্যে যৌন বিকৃতি দেখা দেয় বলে মনে করেন তিনি।

Advertisement

সঞ্চারী কর

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:২৮
Share:

শ্রীলেখা মিত্র।


সপ্তাহের শুরুতেই সক্কাল সক্কাল নিজের ছবি পোস্ট করে শ্রীলেখা মিত্রের বার্তা, ‘আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে’। আপাতদৃষ্টিতে মনে হতে পারে নিছক মজা করার জন্যই এই পোস্ট করেছেন তিনি। কিন্তু একটু তলিয়ে দেখলেই বদলে যেতে পারে ভাবনা। আনন্দবাজার ডিজিটালকে খোলাখুলি সে কথাই বললেন শ্রীলেখা। অভিনেত্রীর কথায়, ‘‘এই ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও। তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে।’’

নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনও অন্যায় দেখেন না শ্রীলেখা। কিন্তু সেই সৌন্দর্য দেখার নামে ‘নোংরামি’ বরদস্ত করতে রাজি নন অভিনেত্রী। তিনি মনে করেন, শালীন-অশালীন নির্ভর করে নারীপুরুষ নির্বিশেষে মানসিকতার উপর। তাই কোনও মহিলা শাড়ি পরলেও তাঁকে কুকথা শুনতে হতে পারে, আর খোলামেলা পোশাক বেছে নিলেও তাঁকে ‘চরিত্রহীন’ বলে দাগিয়ে দেওয়া হয়।

তা হলে কি সত্যিই ট্রোলিংকে পাত্তা দেন না অভিনেত্রী?

প্রশ্ন ছুড়ে দিতেই হেসে বললেন, ‘‘অনেকেই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেন। আমার কোন ধরনের পোশাক পরা উচিৎ বা উচিৎ না, সেই বিষয়েও পরামর্শ দেন। কিন্তু তুমি কে ভাই? আমার শরীর। ইচ্ছা হলে আমি দেখাব। কিন্তু আমার ক্লিভেজ অবধি পৌঁছতে গেলে, আগে আমার মন ছুঁতে হবে।’’

Advertisement

যৌনতা নিয়ে বরাবরই অকপট শ্রীলেখা। তবে বাস্তবের ছবিটাও অভিনেত্রীর অজানা নয়। সেই ছবিতে যদিও কোনও রকম পরিবর্তন আনতে চাননি তিনি। তাঁর কথায়, ‘‘জানি অনেক পুরুষ আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন। এই বয়সেও আমি যদি কারও ফ্যান্টাসির বিষয় হই, তা হলে তা তো ভাল লাগার বিষয়।’’

আরও পড়ুন: বিয়ের দু’দিনের মাথায় মাঝ আকাশে প্রাক্তন প্রেমিকের মুখোমুখি অভিনেত্রী

Advertisement

কিন্তু ট্যুইস্ট এখানেও। অভিনেত্রীর কাছে ‘ফ্যান্টাসি’ শব্দটির অর্থ শুধু যৌনতাকে ঘিরে নয়। শরীরী চাহিদার চেয়ে বেশি, মনের চাওয়াকেই গুরুত্ব দেন শ্রীলেখা।

যৌনতাকে ঘিরে মানুষের মধ্যে যে ছুঁৎমার্গ আছে, তার জন্যই অনেকের মধ্যে যৌন বিকৃতি দেখা দেয় বলে মনে করেন তিনি। অভিনেত্রী বললেন, “মানুষ আমাকে ট্রোল করছেন, কারণ আমি আমার ইচ্ছা মতো বাঁচি। তাঁরা সেটা করতে পারেন না বলেই ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী অনেক মহিলা আমার পোশাক নিয়ে কথা বলেন। আসলে তাঁরাও সে ধরনের পোশাক পরতে চান। কিন্তু পারেন না বলে আমার উপর রাগ।”

আসলে তাঁকে কে কী বলল, তা নিয়ে ‘থোড়াই কেয়ার’ করেন শ্রীলেখা! তিনি ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের কাজকে নিয়ে। জানুয়ারী মাসে শ্যুটিং শুরু চলেছে তাঁর শর্ট ফিল্ম ‘বিটার হাফ’-এর। পরিচালনার সঙ্গেই সেখানে অভিনয়ও করেছেন শ্রীলেখা। আবার স্ক্রিপ্টও লিখেছেন। ইদানীং তাঁর মনে হয়, ইন্ডাস্ট্রি আর কাজ দেবে না তাঁকে। তাই ‘নিজেই নিজেকে কাজ দেওয়ার কথা’ ভাবছেন অভিনেত্রী।

আরও পড়ুন: নিভৃতবাসের সেরা সঙ্গী অর্জুনই, অকপট মালাইকা

সঙ্গে চলছে চুটিয়ে ফিটনেস চর্চা। দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও। যদিও এখনও তিনি নিজে প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়ার কথা ভাবছেন না বলেই জানাচ্ছেন।

সব মিলিয়ে শ্রীলেখা আছেন শ্রীলেখাতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement