Sreelekha Mitra

Sreelekha Mitra: জ্বরে কাবু শ্রীলেখা, মা-বাবার জন্য মন খারাপ অভিনেত্রীর

বুধবার বিকেল থেকেই অসুস্থ শ্রীলেখা, জ্বর, গলা, গা-হাত-পা ব্যথা কাবু করেছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১২:০৯
Share:

মন ভাল নেই শ্রীলেখার।

বুধবার ধূমপানের বদভ্যাস ত্যাগের কথা বলেছিলেন শ্রীলেখা মিত্র। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, গলায় কষ্ট হচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তাঁর। চিকিৎসকের নির্দেশের আগে তিনিই ছাড়তে চান তাঁর নবম শ্রেণি থেকে সঙ্গী এই বদ নেশাকে। বুধবার বিকেল থেকেই অসুস্থ তিনি। জ্বর, গলা, গা-হাত-পা ব্যথায় কাবু করেছে তাঁকে। বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইন যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘এখনও স্বাদ-গন্ধ চলে যায়নি। মনে হচ্ছে, জীবাণুঘটিত জ্বর হয়েছে আমার।’’ আপাতত তাই কোনও পরীক্ষা করাননি তিনি।

Advertisement

বুধবার থেকেই গলার স্বর অল্প বদলেছে শ্রীলেখার। বিকেলে অসুস্থ হওয়ার পরেই অনুরাগীদের জানান, আপাতত তিনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন। বৃহস্পতিবার সকালে ‘নির্ভয়া’ ছবির অন্যতম অভিনেত্রীর গলার স্বর ভাঙা। কথা বলতে কষ্ট হচ্ছে তাঁর। ঘুমেই বিশ্রাম খুঁজছেন তিনি। এও জানিয়েছেন, এই মুহূর্তে মা-বাবার অভাব তাঁর মন দুর্বল করে দিয়েছে। এ দিকে, অসুস্থতার মধ্যেও নজর সারমেয়দের দিকে। এক হারিয়ে যাওয়া সারমেয় শিশুর ছবি দিয়ে তাকে তার অভিভাবকের হাতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন শ্রীলেখা।

অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’য় শ্রীলেখার অভিনয় প্রশংসিত। নভেম্বরের শেষে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘অভিযাত্রিক’। শুভ্রজিৎ মিত্রের সাদা-কালো ছবিতে ধরা রয়েছে ‘পথের পাঁচালী’র শেষ অংশ। যা সত্যজিৎ রায় তাঁর ছবিতে বন্দি করেননি। শ্রীলেখা এই ছবিতে অপুর এক প্রতিবেশী দিদি ‘রাণু’। অভিনেত্রী জানিয়েছেন, হইচই প্ল্যাটফর্মের নতুন তিনি একটি সিরিজেও তিনি সদ্য অভিনয় করলেন। এখনও ডাবিংয়ের কাজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement