Sreelekha Mitra

Sreelekha: অভিনেত্রী শ্রীলেখার শরীরচর্চার মুহূর্ত ভাইরাল! আগামী দিনের পরিকল্পনা কী?

ঘাম ঝরাতে ‘প্ল্যাঙ্ক’ করছেন শ্রীলেখা! অভিনেত্রীর পরবর্তী ‘প্ল্যান’ কী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২১ ১৭:২২
Share:

শ্রীলেখা মিত্র

বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চায় দারুণ মনোযোগী শ্রীলেখা মিত্র। প্রায়ই তাঁর সামাজিক পাতায় সে সব ছবি দেখা যায়। বুধবারেও তার ব্যতিক্রম হয়নি। জিম বন্ধ থাকায় বাড়িতেই অভিনেত্রী শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন। নেটমাধ্যমে ভাগও করে নিয়েছেন সেই ছবি। ছবি সম্বন্ধে বলতে গিয়ে নিজেকে নিজে নতুন তকমাও দিয়েছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! কিন্তু শ্রীলেখার ছবি থাকবে আর বিতর্ক থাকবে না, হয়? শরীরচর্চার পোশাক ছাপিয়ে অভিনেত্রীর বক্ষভাঁজ দেখা দিতেই নেটাগরিকদের মন্তব্য, ‘কসরতের ভঙ্গিমেগুলোও কী ভয়ানক ‘হট’ রে বাবা!....উরি উরি বাবা... কি দারুণ!’ প্রশ্নও উঠেছে, অনায়াস ‘প্ল্যাঙ্ক’-এর মতোই ‘প্ল্যান’ বা ভবিষ্যত নিয়ে কোনও পরিকল্পনাও কি করছেন শ্রীলেখা?

নিজেকে নিয়ে যখন তখন রসিকতায় মজতে ভালবাসেন অভিনেত্রী স্বয়ং। তাই নেটাগরিকদের এই মন্তব্য তিনি উপভোগই করছেন। আনন্দবাজার ডিজিটালকে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘‘অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি।’’ নেটাগরিকদের তোলা প্রশ্নেরও সাফ জবাব দিয়েছেন তিনি। বলেছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনও দিন। মনে করেন, ছকে চললে জীবন উপভোগ করা যায় না। কিচ্ছু পাওয়াও যায় না।

Advertisement

পাশাপাশি শ্রীলেখার এও দাবি, অনেকেরই কৌতূহল তাঁর জীবন যাপন নিয়ে। সবার প্রশ্ন, শ্রীলেখা এখন আর তেমন কাজ করেন না। তবু এত আরামদায়ক জীবন যাপন করেন কী করে? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, অন্যদের মতো উপার্জনের টাকা জলের মতো অকারণে খরচ করেননি। সঞ্চয় করেছেন। শ্রীলেখার কথায়, ‘‘বলতে পারেন, এটাই আমার জীবনধারণের সহজ হিসেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement