Srabanati Chatterjee

Srabanti Chatterjee: সঙ্গী প্রেমিক অভিরূপ, দুবাই সফরে গেলেন শ্রাবন্তী, নেটমাধ্যমে ছবির বন্যা

শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০০
Share:

দুবাইয়ে শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া জুড়েই শুধুই তাঁর দুবাই সফরের ছবি। সম্প্রতি সেখানে গিয়েছেন নায়িকা। নিছকই বেড়াতে, না কি কাজও রয়েছে তা জানা যায়নি। তবে শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন। গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তাঁরা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

অন্য দিকে রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এ দিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement