Srabanti Chatterjee

Srabanti Chatterjee: কঠিন সময় প্রকৃত বন্ধু চিনিয়ে দেয়, কার উদ্দেশে এ কথা বললেন শ্রাবন্তী?

নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল তিনি। দিন কয়েক আগে প্রেমিকের জন্মদিনও তাঁর পরিবারের সঙ্গে পালন করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৯:৫৫
Share:

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

কঠিন সময় প্রকৃত বন্ধু চিনিয়ে দেয়— অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল একটি বাক্য। হঠাৎ বন্ধুত্ব নিয়ে এই উপলব্ধি কেন শ্রাবন্তীর?

নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল তিনি। দিন কয়েক আগে প্রেমিকের জন্মদিনও তাঁর পরিবারের সঙ্গে পালন করেছেন। ভালবেসে প্রেমিককে উপহার দিয়েছেন প্ল্যাটিনামের উপর হিরে বসানো দামি আংটিও। তবে শ্রাবন্তীর জীবনের এই নতুন বসন্ত পছন্দ হচ্ছে না অনেকের। কুরুচিকর ট্রোল, মিম, কটাক্ষ ধেয়ে আসছে অভিনেত্রীর দিকে। নেতিবাচকতা থেকে গা বাঁচাতে ইনস্টাগ্রামের মন্তব্য বাক্সও বন্ধ করে রেখেছেন তিনি।

Advertisement

অন্য দিকে, নতুন প্রেমের গুঞ্জনকে তোয়াক্কা না করেই শ্রাবন্তীর সঙ্গে ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে চাইছেন রোশন। হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সেটির মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিয়েছেন তিনি।

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টোরি।

ব্যক্তিগত জীবনের এই টানাপড়েনের মাঝে কি খানিক নিঃসঙ্গ বোধ করছেন শ্রাবন্তী? সেখান থেকেই কি এমন উপলব্ধি ভেসে উঠল অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে?

ইদানীং যদিও টলিপাড়ার দুই নায়িকা নুসরত জাহান এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে সময় কাটাতে দেখা যায় শ্রাবন্তীকে। তাঁরা প্রায়ই দেখা করেন এবং আড্ডা মারেন। নেটমাধ্যমে ব্যবসায়ী রাজকুমার গুপ্ত একবার সেই আড্ডারই ছবি দিয়েছিলেন। কিন্তু কিচ্ছুক্ষণ পরেই নেটমাধ্যম থেকে সেই ছবি তুলে নেন রাজকুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement