Tollywood Gossip

ছাঁদনাতলায় যাওয়ার আগেই নায়ক-নায়িকার বিচ্ছেদ! মুখে কুলুপ অভিনেতার

টলিপাড়ায় ফিসফাস। কিছু দিন আগে পর্যন্ত নাকি ঠিক ছিল আগামী মাসেই বিয়ে করবেন নায়ক। কিন্তু পরিকল্পনামাফিক নাকি এগোচ্ছে না কোনও কিছুই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

টলিপাড়ায় কান পাতলে শুধুই এক নায়কের বিয়ের আলোচনা। অনেকেই আলোচনা করছেন, তিনি নাকি এই জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন। তবে নায়ক বরাবরই চুপ। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে মোটেই রাজি নন তিনি। যদিও সিরিয়ালের সেটে তাঁর প্রেমের কাহিনি অনেকেরই জানা। তবে সবটাই চুপিসারেই সারছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ‘সব ভাল যার শেষ ভাল’ হল না।

Advertisement

নায়কের জন্মদিন হোক কিংবা অন্য কোনও বিশেষ দিন— একসঙ্গে অনেক সময়ই দেখা গিয়েছে নায়ক-নায়িকাকে। টলিপাড়ার অন্দরের খবর, এ মাসেই নাকি তাঁদের বিয়ে ঠিক ছিল। কিন্তু তা আর শেষ পর্যন্ত হচ্ছে না। শোনা গিয়েছে, কোনও কারণে এ বারও বিয়ে ভেঙেছে নায়কের। যদিও কোনও বিষয় নিয়েই প্রকাশ্যে কথা বলেননি কেউ। প্রেমিকাও বাংলা সিরিয়ালের চেনা মুখ। ফলে সবটাই চুপচাপ।

এর আগে দীর্ঘ দিন একটি সম্পর্কে ছিলেন অভিনেতা। গত বছরের শেষের দিকেও নাকি বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায় সবটা। তবে তখনও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতা। এখনও কুলুপ। এখন গুঞ্জন, কিছু দিন হল প্রেমিকা অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতো নেই। তা হলে আদৌ কি বিয়ে অবধি গড়াবে তাঁদের সম্পর্ক? তৈরি হয়েছে এমনই হাজারও প্রশ্ন। সদ্য নতুন ছবির শুটিং শেষ করলেন নায়ক। অন্য দিকে নায়িকা ব্যস্ত সিরিয়ালের শুটিংয়ে। এই নতুন সিরিয়ালও টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement