Dhyan Chand

ধ্যানচাঁদের বায়োপিকে শাহরুখ?

সবচেয়ে বড় প্রশ্ন ধ্যানচাঁদের চরিত্রে কাকে দেখা যাবে? শাহরুখ খান এবং বরুণ ধওয়নের নাম শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য। তবে নির্মাতারা এখনই চমক ভাঙতে রাজি নন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

শাহরুখ ও অভিষেক।

অনেক দিন ধরেই হকি সম্রাট ধ্যানচাঁদের বায়োপিক তৈরির কথা চলছিল বলিউডে। এখন বিষয়টি চূড়ান্ত হয়েছে। ‘ইশকিয়া’, ‘উড়তা পঞ্জাব’, ‘সোনচিড়িয়া’ ছবির পরিচালক অভিষেক চৌবে এই বায়োপিকের নির্দেশনা দেবেন। ছবির অন্যতম প্রযোজক রনি স্ত্রুওয়ালা। গত এক বছর ধরে ছবির চিত্রনাট্যের উপরে কাজ করেছেন অভিষেক। আপাতত চলছে চরিত্র বাছাইয়ের কাজ। সবচেয়ে বড় প্রশ্ন ধ্যানচাঁদের চরিত্রে কাকে দেখা যাবে? শাহরুখ খান এবং বরুণ ধওয়নের নাম শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য। তবে নির্মাতারা এখনই চমক ভাঙতে রাজি নন।

Advertisement

এর আগে অনেক বারই শাহরুখ তাঁর সাক্ষাৎকারে ধ্যানচাঁদের চরিত্রে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন। অলিম্পিক মেডেলজয়ী খেলোয়াড়ের বায়োপিক প্রযোজনা করতে চান, সে কথাও বলেছেন অভিনেতা। এর আগে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে শাহরুখকে হকি কোচ কবীর খানের চরিত্রে দেখা গিয়েছে। তাই ফের একবার নির্মাতারা তাঁকে কাছাকাছি চরিত্রে ভাববেন কি না, সে প্রশ্ন রয়েছে।

বায়োপিক প্রসঙ্গে অভিষেক বলছেন, ‘‘ধ্যানচাঁদ ভারতের গর্ব। তাঁকে নিয়ে ছবি পরিচালনা করার সুযোগ পেয়ে আমিও গর্বিত। তবে প্রচুর গবেষণা করতে হয়েছে আমাদের। তাঁর মতো লেজেন্ডকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। ব্যক্তি,পারিপার্শ্বিক সব কিছুই খুঁটিয়ে দেখাতে চাই ছবিতে।’’ আপাতত চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। পিরিয়ড ছবির পাশাপাশি ওই সময়ের হকি খেলার দৃশ্য ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ রয়েছে নির্মাতাদের। ‘সোনচিড়িয়া’র পরে অভিষেকের সঙ্গে কাজ করতে পেরে খুশি রনিও। আগামী বছর শুরু হবে এই ছবির শুটিং। মুক্তির সম্ভাবনা ২০২২ সালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement