Speculation

কোনটা সত্যি?

তবে সব জল্পনা উড়িয়ে চ্যানেলের ক্লাস্টার বিজ়নেস হেড সম্রাট ঘোষের দাবি, ‘‘দু’টি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হয়েছে বলে বন্ধ হওয়ার গুঞ্জন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০০:২৮
Share:

ফাইল চিত্র।

পুজোর পর কি আবার চ্যানেলের কোপ পড়বে ধারাবাহিকে? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ব্যাঙ্কিং ও রেটিং না বাড়লে ‘ক্ষীরের পুতুল’ বন্ধ করে দেওয়া হবে। আবার ‘পাণ্ডব গোয়েন্দা’ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে খবর। কিছু দিন আগেই ‘ক্ষীরের পুতুল’ থেকে সরে যাওয়ার পিছনে পরিচালক অমিত দাসের কারণ কি এটাই? অমিত বললেন, ‘‘আমি থাকাকালীন চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউসের মিটিং হয়েছিল। রাইভাল চ্যানেলে একই সময়ে চলা শোয়ের টিআরপি অনেক বেশি। মৌখিক ভাবে চ্যানেল থেকে জানায়, ভাল রেটিং না দিলে শো বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।’’

Advertisement

ফ্যান্টাসিনির্ভর গল্প ক্রোমায় শুট করতে গিয়ে ধারাবাহিকের গুণমান ও ব্যাঙ্কিং বজায় রাখা কঠিন কাজ। তবে ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা জে ডি প্রোডাকশনসের এগজ়িকিউটিভ প্রোডিউসর তর্পণা বিশ্বাস বললেন, ‘‘পুজোর ব্যাঙ্কিংও ধরে রাখার চেষ্টা করেছি। সামান্য হলেও রেটিং বেড়েছে।’’ তবে সব জল্পনা উড়িয়ে চ্যানেলের ক্লাস্টার বিজ়নেস হেড সম্রাট ঘোষের দাবি, ‘‘দু’টি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হয়েছে বলে বন্ধ হওয়ার গুঞ্জন। তবে কোনও ধারাবাহিকই এখন বন্ধ হচ্ছে না। ‘ক্ষীরের পুতুল’ ও ‘পাণ্ডব গোয়েন্দা’ সাহিত্যনির্ভর, তাই মেগার মতো টেনে নিয়ে যাওয়া হবে না।’’ শোনা যাচ্ছে, পুজোর পরে ‘পাণ্ডব গোয়েন্দা’র পরিচালক রাহুল মুখোপাধ্যায় ছবির কাজে ব্যস্ত হয়ে পড়লে বদলে যাবেন পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement