আলিয়া।
সঞ্জয় লীলা ভন্সালীর শুটিং সেটে টানা কাজ করতে করতে আলিয়া ভট্টের অসুস্থ হয়ে পড়ার খবর নিয়ে চর্চা চলছে। তবে আদৌ কতটা অসুস্থ হয়েছিলেন আলিয়া? সূত্রের খবর, গত শনিবার হাইপারঅ্যাসিডিটি হওয়ায় ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে অসুস্থ বোধ করছিলেন আলিয়া। তবে প্রাথমিক চিকিৎসার পরে সে দিনই সুস্থ হয়ে যান তিনি। পরের দিন থেকে ফের যোগ দেন শুটিংয়ে। এখন তিনি কোরিয়োগ্রাফারের কাছে চুটিয়ে নাচের রিহার্সাল দিচ্ছেন আর শুটিং করছেন ডান্স সিকোয়েন্সের।
‘গঙ্গুবাই...’-এর প্রায় ৯০ শতাংশ শুটিংই হয়ে গিয়েছে, বাকি রয়েছে কয়েকটি নাচের দৃশ্যের শুট। মুম্বইয়ের উপকণ্ঠে তৈরি হয়েছে বিশাল সেট, সেখানেই প্রত্যেক দিন রাতে চলছে শুটিং। ভন্সালীর সেট মানেই জাঁকজমকপূর্ণ, তার উপরে নাচের দৃশ্য হলে তো কথাই নেই। আলোর ব্যবহারে রাতের অন্ধকারও সেখানে পাল্টে যাচ্ছে দিনের আলোয়। ছবিতে আলিয়ার বিপরীতে শান্তনু মাহেশ্বরীর কাজ করার কথা শোনা গেলেও, নির্মাতারা এ নিয়ে একেবারে চুপ।
সাধারণত শুটিংয়ের সময়ে তাড়াহুড়ো পছন্দ করেন না ভন্সালী। এক একবারে একটি বা দু’টি দৃশ্যের শুট করেন, ধীরেসুস্থে। কাজেই, আলিয়ার অসুস্থতার কারণ তাঁর ব্যস্ত শুটিং শিডিউল নয়, তা স্পষ্ট।