পার্টি কোথায়?

সোশ্যাল মিডিয়ায় আলিয়া অ্যাক্টিভ হলেও রণবীর একেবারেই এই জগৎ থেকে দূরে। আবার রণবীর প্রাইভেসি পছন্দ করেন বলে ক্যামেরার আড়ালেও পার্টি করতে পারেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share:

রণবীর-আলিয়া

আজ রণবীর কপূরের জন্মদিন। ৩৭ বছরে পা দেবেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, বয়ফ্রেন্ডের জন্মদিনে সারপ্রাইজ় বার্থডে পার্টির প্ল্যান করেছেন আলিয়া ভট্ট ও অয়ন মুখোপাধ্যায়। এ বারে বড় আকারে সেলিব্রেশন হওয়ার কারণ রয়েছে। দীর্ঘ দিন নিউ ইয়র্কে চিকিৎসার পরে সুস্থ হয়ে দেশে ফিরেছেন ঋষি কপূর। জল্পনা রয়েছে, রণবীর ও আলিয়ার বাগদানের ঘোষণাও হতে পারে এ দিন। সোশ্যাল মিডিয়ায় আলিয়া অ্যাক্টিভ হলেও রণবীর একেবারেই এই জগৎ থেকে দূরে। আবার রণবীর প্রাইভেসি পছন্দ করেন বলে ক্যামেরার আড়ালেও পার্টি করতে পারেন তাঁরা। গত বছর রণবীরের জন্মদিনে পাইন্যাপল কেক বানিয়েছিলেন আলিয়া। সোনি রাজ়দান ও আলিয়াকে ডিনারে নিমন্ত্রণ জানিয়েছিলেন রণবীরের মা নীতু কপূর। এ বারে বলিউডের হট কাপল কোথায় পার্টি করেন, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement