Prabhas

প্রেম নয়! বছর পঁয়তাল্লিশের প্রভাস বিয়ে করছেন পরিবারের পছন্দ করা পাত্রীকে, কে তিনি?

দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের। বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘আদিপুরুষ’ ছবির সময় কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৪:৪৫
Share:
South Indian star Prabhas is reportedly going to marry soon

বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। ছবি: সংগৃহীত।

অবশেষে বিয়ের পিঁড়িতে দক্ষিণী অভিনেতা প্রভাস। তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। কিন্তু শেষ পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি। কিন্তু এ বার নাকি ছাঁদনাতলায় যাচ্ছেন দক্ষিণী তারকা প্রভাস।

Advertisement

গত বেশ কয়েক বছর ধরে প্রভাসকে নিয়ে নানা রকমের গুঞ্জন রটেছে। তবে তাঁকে বরের বেশে দেখতে বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। অবশেষে তাঁদের সেই ইচ্ছাই এ বার নাকি পূরণ হতে চলেছে।

দক্ষিণী অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে নাম জড়িয়েছিল প্রভাসের। বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘আদিপুরুষ’ ছবির সময় কৃতি শ্যাননের সঙ্গেও নাম জড়িয়েছিল প্রভাসের। কিন্তু শেষ পর্যন্ত কোনও অভিনেত্রীকে বিয়ে করছেন না দক্ষিণী তারকা। জানা যাচ্ছে, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে মন দিয়েছেন প্রভাস।

Advertisement

৪৫ বছর বয়সি অভিনেতাকে এই মুহূর্তে বিনোদন জগতের অন্যতম বিবাহযোগ্য বলে মনে করা হয়। তাই অনুরাগীরাও অপেক্ষা করেছিলেন কবে পর্দার মতো বাস্তবেও প্রভাসকে প্রেমিকের ভূমিকায় দেখবেন। তবে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, প্রেম নয়, একেবারে সম্বন্ধ করে বিয়ে করছেন প্রভাস। বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে। প্রভাসের কাকা তথা অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছেন।

এর আগেও প্রভাসের বিয়ে নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু প্রভাসের বয়সের কথা মাথায় রেখে অনুরাগীদের ধারণা, এ বার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন। যদিও অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement