সইফের উপর হামলা নিয়ে মুখ খুললেন সারা আলি খান। ছবি: সংগৃহীত।
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বই শহর। মধ্যরাতে তারকার বাড়িতে হামলার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও ঘটনার তিন দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়েছিল দুষ্কৃতী। হামলার পর দিন সকালে হাসপাতালে সইফকে দেখতে পৌঁছে গিয়েছিলেন কন্যা সারা আলি খান। তবে ঘটনাটি নিয়ে এত দিন নীরবই ছিলেন তিনি। অবশেষে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।
জানুয়ারি মাসের এই ঘটনা জীবনের গুরুত্ব বুঝিয়েছে সারাকে। তবে তিনি মনে করেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সারা বলেছেন, “পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে, শেষ পর্যন্ত সব ঠিক আছে, সে জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।”
ইদানীং মানসিক স্বাস্থ্য ও জীবনের গুরুত্ব নিয়ে অনেক কথা হয়। কিন্তু এই ধরনের ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় জীবন কতটা গুরুত্বপূর্ণ। এমনই মনে করেন সারা। তাঁর কথায়, “আমরা যে জিনিসগুলির পিছনে ছুটছি, সেগুলি কতটা অস্থায়ী তা বোঝা যায় এই ধরনের ঘটনায়। আমি বাবাকে ভালবাসি, এইটা আলাদা করে আমাকে বুঝতে হয়নি। গত ২৯ বছর ধরে আমি সেটা জানি। কিন্তু এটা বুঝেছি, মুহূর্তে মানুষের জীবন বদলে যেতে পারে।” সারা আরও বলেছেন, “প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত তাই আনন্দ-উদ্যাপনের মধ্যে কাটাতে হয়। জীবনে বেঁচে থাকার অর্থ বুঝেছি আমি এই ঘটনার মাধ্যমে।”
১৬ জানুয়ারি সইফের বাড়িতে ঢুকে পড়েছিল এক দুষ্কৃতী। তার উদ্দেশ্য ছিল চুরি। কিন্তু বাধা দেওয়ায় সইফের উপর ছ’বার ছুরিকাঘাত করেছিল সে। আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফকে।