নিজের বায়োপিকে গুরুদায়িত্ব কাঁধে তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, নায়ক কে, জল্পনা তুঙ্গে। ছবি: সংগৃহীত
সোমবার রাতেই মুম্বই পাড়ি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নাহ্, খেলা সংক্রান্ত কোনও কাজ নয়। সিনেমার কাজেই মায়ানগরীতে সৌরভ। আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কাজ সামলেছেন দক্ষ হাতে। এ বার নিজের ছবির চিত্রনাট্য লিখছেন নিজেই। সম্প্রতি নিজের বায়োপিক সংক্রান্ত তথ্য দেন ‘মহারাজ’।
সকলেরই প্রায় জানা দাদার জীবন আসতে চলেছে বড় পর্দায়। প্রযোজনার দায়িত্বে লভ ফিল্মস। যার কর্ণধার পরিচালক লভ রঞ্জন। সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক— সবই থাকবে সে ছবিতে। শোনা যাচ্ছে, চিত্রনাট্যের বিষয়ে বিশেষ সাবধানী সৌরভ। সেই কারণেই এই গুরুদায়িত্ব নিজের হাতেই রাখলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। এক সাক্ষাৎকারে সৌরভ জানান, বেশ কয়েক দিন ধরেই আটকে ছিল ছবির কাজ। তবে এ বার একেবারে জোরকদমে শুরু হয়েছে কাজ। সৌরভের কথায়, ‘‘বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চলছে। নিজেই চিত্রনাট্য লিখছি। এত দিন ছবির নির্মাণে তেমন কোনও গতি দেখা যায়নি। কারণটা ছিল আমার ও প্রযোজনা সংস্থার আগের কিছু কাজ বাকি ছিল। তবে এবার দ্রুত কাজ শুরু হবে।’’
কিন্তু প্রশ্ন হচ্ছে দাদার চরিত্রে দেখা যাবে কাকে? ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো রণবীর কপূরকে দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটদলের অধিনায়কের চরিত্রে। রণবীরকে পছন্দ সৌরভেরও। তবে কোনও কিছুই এখন চূড়ান্ত নয় বলেই জানিয়েছেন সৌরভ।