Celebrity Biopic

সৌরভের চরিত্রে রাজকুমার রাও, ২৮তম বিবাহবার্ষিকীতে সিলমোহর দিলেন ‘দাদা’

আনন্দবাজার অনলাইন প্রথম জানিয়েছিল, সৌরভের জীবনীছবিতে ‘দাদা’র চরিত্রে রাজকুমার রাও। সে খবরে অবশেষে সিলমোহর দিলেন ‘মহারাজ’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৯
Share:
রাজকুমার রাও পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজকুমার রাও পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

রাজকুমার রাও অবশেষে পর্দার ‘মহারাজ’! সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবিতে তাঁর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। শুক্রবার ২৮তম বিবাহবার্ষিকী সৌরভ-ডোনা গঙ্গোপাধ্যায়ের। এ দিন সেই খবরে সিলমোহর দিলেন স্বয়ং ‘দাদা’। বিশ্বস্ত সূত্রে খবর, যা রটেছে সেটাই ঘটছে। পরিচালক বিক্রম মোতওয়ানের মতো রাজকুমারে ভরসা সৌরভেরও।

Advertisement

পূর্বের খবর অনুযায়ী, তৃপ্তি ডিমরিই তা হলে ডোনার ভূমিকায়? এর জবাব এখনও জানা যায়নি। যেমন জানা যায়নি, ছবিতে আর কোন কোন অভিনেতাদের দেখা যাবে। ইতিমধ্যেই রাজকুমারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। অভিনেতার হাতে একাধিক ছবি। তাই এখনও তারিখ দিয়ে উঠতে পারেননি। তবে চিত্রনাট্য ঘষামাজার কাজ শেষ। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে জীবনীমূলক ছবির শুটিং। প্রথমে ঠিক ছিল, রণবীর কপূরকে ‘দাদা’র ভূমিকায় দেখা যাবে। পরে উঠে আসে আয়ুষ্মান খুরানার নাম। প্রসঙ্গত, সৌরভ-ডোনার কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের আগ্রহেই নাকি সৌরভ-পত্নীর ভূমিকায় তৃপ্তিকে ভাবা হয়েছে। প্রযোজনায় লভ রঞ্জন।

বিবাহবার্ষিকীর আগের দিন যদিও খুব ভাল কাটেনি সৌরভের। খবর, বিশেষ কাজে বৃহস্পতিবার তাঁর বর্ধমানে যাওয়ার কথা ছিল। পথে তাঁর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের গাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বা বাকিরা আহত হননি। বিশেষ দিনেও সকাল থেকে কর্মব্যস্ততা সৌরভের। বাড়িতে কি বিশেষ উদ্‌যাপনের আয়োজন চলছে? এ বিষয়ে মুখ খুলতে নারাজ তাঁর ঘনিষ্ঠমহল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement