Sourav Ganguly Biopic

বদলে গিয়েছে জীবনীচিত্রের নায়ক! ‘সৌরভ’-এর ভূমিকায় রাজকুমার, ‘ডোনা’ তৃপ্তি ডিমরি?

এ-ও শোনা যাচ্ছে, আগামী মার্চ থেকে নাকি শুটিং শুরু হবে। অবশেষে সত্যিই কি শুটিং ফ্লোরে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮
Share:
রাজকুমার রাও কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়?

রাজকুমার রাও কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায়? ছবি: সংগৃহীত।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের শুটিং নাকি অবশেষে শুরু হতে চলেছে। এমনই গুঞ্জন টলিপাড়ায়। সব ঠিক থাকলে জুলাই মাসে শুরু হতে পারে শুটিং। ইতিমধ্যে আরও এক বার নাকি নায়ক বদলেছে। রণবীর কপূর, আয়ুষ্মান খুরানা নন, রাজকুমার রাও নাকি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তৃপ্তি ডিমরি!

Advertisement
ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তৃপ্তি দিমরি?

ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তৃপ্তি দিমরি?

খবর আরও আছে। সৌরভ-ডোনার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের আগ্রহেই নাকি সৌরভ-পত্নীর ভূমিকায় তৃপ্তিকে ভাবা হয়েছে। তবে আয়ুষ্মান কেন বদলে গেলেন, এ খবর কারও কাছেই নেই। বিক্রম মোতওয়ানের পরিচালনায় , লাভ রঞ্জনের প্রযোজনায় তৈরি হতে চলা সৌরভের জীবনীচিত্র নিয়ে গত দু’বছর ধরে নানা সময়ে নানা ভাবে চর্চা চলেছে। তবে সৌরভের চরিত্রে রণবীরকেই দেখতে চেয়েছিলেন ‘দাদা’র সিংহভাগ অনুরাগী।

যা রটেছে, তা-ই কি ঘটছে? প্রশ্ন রাখা হয়েছিল সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যের কাছে। তিনি যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন, চিত্রনাট্য তৈরির কাজ শেষের পথে, এই খবর সত্যি। বাকি খবর সঠিক নয়। গত বছরেও এক বার শোনা গিয়েছিল, ২০২৪-এর শেষে নাকি শুটিং শুরু হবে ছবির, কিন্তু তা হয়নি। ফের নতুন বছরের গোড়ায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি, কেন? তানিয়ার কথায়, “কী ভাবে খবর ছড়াল, জানি না। সৌরভ গঙ্গোপাধ্যায় যত ক্ষণ না সবুজ সঙ্কেত দিচ্ছেন, তত ক্ষণ শুটিং শুরু হওয়ার কোনও প্রশ্নই নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement