সৌমিত্র চট্টোপাধ্যায়

প্লাজমা থেরাপিতে সৌমিত্রর শারীরিক অবস্থার সামান্য উন্নতি, রাতে ভাল ঘুম

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১১:২৫
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়।

দ্বিতীয় প্লাজমা থেরাপির পর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রবিবার রাতে ভাল ঘুমও হয়েছে তাঁর। আজ, সোমবার এমআরআই করা হতে পারে। চলছে প্লাজমা থেরাপির প্রক্রিয়াও। বর্ষীয়ান অভিনেতা এখনও সঙ্কটমুক্ত নন বলেও জানা গিয়েছে।

Advertisement

করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে তিনি বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে তাঁর অস্থিরতা কমেছে। অঙ্গ-প্রত্যঙ্গ সচলই রয়েছে। রক্তের অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। রাইলস টিউবের মাধ্যমে তিনি খাবারও খাচ্ছেন। তাঁর চিকিৎসায় ১৬ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

রবিবার আচমকাই অভিনেতার শারীরিক অবস্থা অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। সেই অবস্থা থেকে সামান্য উন্নতি হয়েছে এ দিন। জ্বর এবং নানা শারীরিক জটিলতার কারণে মাঝেমধ্যেই পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠছে বলে জানান হাসপাতালের এক আধিকারিক। সৌমিত্রকে উচ্চ মাত্রায় অক্সিজেন (মিনিটে ১৫ লিটার) দিতে হচ্ছে। সেই সঙ্গে উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ এবং ‘কোভিড এনসেফালোপ্যাথি’ (মস্তিষ্কে কোভিড সংক্রমণের প্রভাব) চিকিৎসকদের চিন্তায় রেখেছে। প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। দেহে সোডিয়ামের মাত্রা বেড়েছে। নানা সমস্যা থাকলেও, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: বিপদসঙ্কেত! ‘কেরলের শিক্ষা না নিলে পুজোর পর করোনা-সুনামি’​

কোভিড নিয়ন্ত্রণ ছাড়াও, মেডিক্যাল টিম সৌমিত্রর নিয়মিত হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ-সহ সংক্রমণ মোকাবিলায় সর্ব ক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সুস্থ হয়ে ওঠায় পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং তাঁর বয়স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement