Cinema

সোনালি দিনের ঝাঁপি

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে চরিত্রদের এক্সক্লুসিভ লুক ছবিতে সৌমিত্রের মধ্য কুড়ি থেকে মধ্য পঞ্চাশ অবধি সময়কাল ধরা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ০২:৪৭
Share:

শুটিংয়ে যিশু, পরমব্রত, সৌমিত্র

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘অভিযান’কে পর্দায় এনেছিলেন সত্যজিৎ রায়। সৌমিত্র চট্টোপাধ্যায়-ওয়াহিদা রহমান অভিনয় করেছিলেন সে ছবিতে। একই নামে সৌমিত্রের বায়োপিক পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। করোনা আতঙ্কের জেরে হঠাৎ শুটিং বন্ধ করে দিতে হয়েছে। তবে আউটডোরের কাজ সম্পূর্ণ।

Advertisement

ছবিতে সৌমিত্রের মধ্য কুড়ি থেকে মধ্য পঞ্চাশ অবধি সময়কাল ধরা হবে। যৌবনের সৌমিত্রের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। আর পরিণত বয়সে সৌমিত্র নিজেই অভিনয় করছেন। পরমব্রতের কথায়, ‘‘এই চরিত্রটা যিশু বেশ উপভোগ করছে। পরিচালক হিসেবে সেটা দেখতে ভালই লাগে।’’ বাংলা চলচ্চিত্রের লেজেন্ডের বায়োপিক। তাই পুরনো দিনের কথা নিশ্চয়ই ফিরে ফিরে আসছে। পরমব্রতের কথায়, ‘‘যিশুর শুটিং শেষ হচ্ছে। তখনই সৌমিত্র জেঠু ফ্লোরে ঢুকছেন। এমনিতে জেঠু সব সময়েই পুরনো কথা বলেন। যিশু, জেঠুর সঙ্গে কাটানো মুহূর্ত মনে রাখার মতোই।’’

ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় একাধিক চরিত্রের সমাগম। সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাবে পরিচালক কিউকে। রবি ঘোষের ভূমিকায় রুদ্রনীল ঘোষ। তাঁকে দেখা যাবে ‘অরণ্যের দিনরাত্রি’র বিখ্যাত মেমরি গেমের দৃশ্যটিতেও। সৌমিত্রের স্ত্রীর চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। চরিত্রদের লুক সেট করা প্রসঙ্গে পরমব্রত বললেন, ‘‘অবিকল একই চেহারার দু’জনকে তো খুঁজে পাওয়া যায় না। তাই যতটা চেহারাগত সাদৃশ্য রাখা যায়, সেই ভেবেই কাস্টিং করা হয়েছে। লুক সেটের ক্ষেত্রে প্রত্যেক অভিনেতার বয়স, অভিনয় ভঙ্গিমা ও ব্যক্তিগত চালচলনের কথাও মাথায় রাখা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement