জ্বর নেই, খাবার খাচ্ছেন সৌমিত্র

তাঁর শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স বা সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য স্থিতিশীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ০০:৫৬
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়।

অবস্থার উন্নতি হচ্ছিল বুধবার দুপুরের পর থেকেই। বৃহস্পতিবার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও কিছুটা ভাল বলে জানান হাসপাতাল-কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে বলা হয়েছে, সৌমিত্রবাবু সম্পূর্ণ সজাগ রয়েছেন। খাবার খেতে পারছেন। তাঁর শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স বা সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য স্থিতিশীল।

Advertisement

বুধবার সকালে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে ইএম বাইপাস লাগোয়া একটি হাসপাতালে ভর্তি হন সৌমিত্রবাবু। এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপবাবু ফোনে ধরিয়ে দিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন সৌমিত্রবাবু। প্রবীণ শিল্পী সুস্থ হয়ে উঠলে

তিনি দেখা করতে আসবেন বলে জানান মমতা। সৌমিত্র-কন্যা পৌলোমী বসু বলেন, ‘‘আর জ্বর নেই বাবার। শ্বাসকষ্ট আগের থেকে কম। খেতে পারছেন। আগের থেকে নিশ্চিন্ত লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement