মহাব্রত বসু। ছবি: ইউটিউবের সৌজন্যে।
মহাব্রত বসু। টলিউড ইন্ডাস্ট্রির নতুন তারকা। হ্যাঁ, তারকাই বটে। আর এই খুদেকে আবিষ্কার করেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। সৌজন্যে ‘রেনবো জেলি’।
গত ২৫মে মুক্তি পেয়েছে ‘রেনবো জেলি’। যাঁরা দেখেছেন, তাঁরা নতুন এই তারকাকে চিনেছেন। আর যাঁরা দেখেননি তাঁরা নাকি মিস করেছেন অনেক কিছুই। অন্তত এমনটাই মত দর্শকদের একটা বড় অংশের।
কিন্তু মহাব্রতকে শেখানো খুব একটা সহজ ছিল না। সেই কঠিন পদ্ধতির কথা ছবি মুক্তির আগে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন পরিচালক। এতদিন পর প্রকাশ্যে আনলেন মহাব্রতর জন্য তৈরি করা বিশেষ স্ক্রিপ্টের খাতা।
আরও পড়ুন, মুক্তি পেল সৃজিতের ‘এক যে ছিল রাজা’র টিজার
সে সময় সৌকর্য জানিয়েছিলেন, মহাব্রতকে শেখাতে বিশেষ কিছু নতুন পদ্ধতি ব্যবহার করেছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘ওকে বলেছিলাম অভিনয় নয়, আমার সঙ্গে যে ভাবে কথা বলছিস সেটাই ক্যামেরার সামনে বলতে হবে। ওর ক্যামারের ভয় তাড়াতে সময় লেগেছিল। তার পর ডায়লগ বলা…। অন্য কেউ ডায়লগ বললে রিঅ্যাক্ট করা শেখাতে হয়েছে। আমি ওর খাতায় সাতটা ইমোজি এঁকে দিয়েছিলাম। সেটা প্র্যাকটিস করিয়েছি। অন্য কেউ ডায়লগ বললে আমি চিত্কার করতাম, স্মাইলি ওয়ান, স্মাইলি থ্রি— সেটা শুনে ও রিঅ্যাক্ট করত।’’
যে খাতায় মহাব্রতর জন্য সেই স্পেশ্যাল স্মাইলি এঁকেছিলেন সৌকর্য, এতদিনে তা প্রকাশ্যে এল।
কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।