(বাঁ দিকে) সমাজমাধ্যমে দীপিকার পোস্ট করা ছবি। ছবি: সংগৃহীত।
দীপাবলির রাতে প্রথম বার কন্যাসন্তানের পায়ের ছবি প্রকাশ্যে আনেন দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বর মাসে মেয়ের জন্ম হয়েছে। দীপিকা ও রণবীর তাঁদের মেয়ের নাম কী রেখেছেন, তা নিয়ে অনেকেই কৌতূহলী ছিলেন। জল্পনার অবসান ঘটিয়ে দীপিকা জানান, তাঁদের মেয়ের নাম রেখেছেন ‘দুয়া পাড়ুকোন সিংহ’। এটি আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্রবিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ শব্দটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” এ বার দুয়াকে নিয়ে নতুন পোস্ট মায়ের। ট্যাগ করেছেন বাবা রণবীরকে। জানিয়েছেন, সারা দিন কী করে তাঁর ছোট্ট মেয়ে।
মেয়ে হওয়ার পর নতুন মায়ের জীবনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন দীপিকা। এ বার মেয়ের ৮ কীর্তির কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। একটি পোস্টের মাধ্যমে দীপিকা জানান, কখনও তিনি তাঁর মেয়ের নরম বাহুতে হাত বুলিয়ে দেন, কখনও আবার সে মুখ হাঁ করে ঘুমোয়। ঘুম থেকে ওঠার সময় আড়মোড়া ভাঙে বিভিন্ন ভাবে। কখনও এক হাত দিয়ে মায়ের আঙুল ধরে থাকে। কখনও আবার সে দু’হাত তুলে ঘুমোয়, কখনও আবার মায়ের পেটের উপর শুয়ে থাকে। কখনও আবার যা ইচ্ছে ধরে টানে। খিদে পেলে আবার যা পায় তা-ই চাটতে থাকে। এক কথায়, মেয়ের সঙ্গে গোটা সময়টা যে উপভোগ করেছেন, নিজের মাতৃত্বকে উদ্যাপন করছেন তা স্পষ্ট। মা হওয়ার পর থেকেই অন্তরালে দীপিকা। ফের কবে প্রকাশ্যে আসবেন তিনি, অপেক্ষায় অনুরাগীরা।