Sophie Turner

প্রিয়ঙ্কার ভাসুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ছ’মাসও পেরোয়নি, নতুন জীবনের খবর দিলেন সোফি

গত বছরের সেপ্টেম্বর মাসেই বিচ্ছেদ ঘোষণা করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার ভাসুর জো জোনাস ও জা সোফি টার্নার। তার কয়েক মাসের মধ্যেই নতুন করে প্রেমে পড়েছেন ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত তারকা সোফি টার্নার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৭
Share:

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস ও সোফি টার্নার। ছবি: সংগৃহীত।

গত বছর ব্যক্তিগত জীবনে বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত হলিউড তারকা সোফি টার্নার। পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য জো জোনাসের সঙ্গে তাঁর সাত বছরের সম্পর্ক ভাঙে গত বছর। গত সেপ্টেম্বর মাসে সমাজমাধ্যমের পাতায় বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করেন জো ও সোফি। তবে সেখানেই শেষ নয়। বিচ্ছেদ ঘোষণার পরে দুই সন্তানের কাস্টডি নিয়েও কম টানাপড়েন হয়নি প্রাক্তন দম্পতির মধ্যে। প্রায় মাসখানেকের বাগ্‌বিতণ্ডা ও তর্কবিতর্কের পরে অবশেষে আদালতের হস্তক্ষেপে মিলেছে সেই সমস্যার সমাধান। জোয়ের সঙ্গে বিচ্ছেদ সংক্রান্ত জট কাটার পরেই সোফির জীবনে এসেছে নতুন প্রেম। যদিও সেই পুরুষ বিনোদন জগতের অংশ নন। তবে তাঁর নামডাক কম নয়। তিনি ব্রিটিশ কোটিপতি পেরেগ্রিন পিয়ারসন ওরফে ‘পেরি’। তাঁর সঙ্গে গত কয়েক মাসে একাধিক বার দেখা গিয়েছে সোফিকে। নতুন বছরের নিজেদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করলেন সোফি ও পেরি।

Advertisement

সম্প্রতি চর্চিত প্রেমিক পেরি ও আরও কিছু বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ‘গেম অফ থ্রোন্‌স’ খ্যাত তারকা। সমাজমাধ্যমের পাতায় একাধিক ছবিও পোস্ট করেছেন সোফি। সেই ছবিতে সোফির পাশেই দেখা গিয়েছে পেরিকে। এমনকি, চর্চিত প্রেমিককে ইনস্টাগ্রামে ট্যাগ করতেও ভোলেননি অভিনেত্রী। যা থেকে অনুরাগীদের ধারণা, পেরির সঙ্গে নিজের প্রেমকে আর লুকিয়ে রাখতে চান না সোফি।

গত বছর প্যারিসের রাস্তায় প্রকাশ্যে পেরিকে চুম্বন করতে দেখা গিয়েছিল সোফিকে। সেই ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। খবর, বন্ধুদের সূত্রেই ২৯ বছর বয়স্ক পেরির সঙ্গে আলাপ সোফির। জোয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই গাঢ় হয় তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। অন্য দিকে, সোফির সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান অভিনেত্রী স্টর্মি ব্রিয়ের সঙ্গে নাম জড়িয়েছে জোয়ের। কানাঘুষো, ইতিমধ্যেই নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে নাকি নতুন প্রেমিকার দেখা করিয়েছেন জো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement