Sooraj Barjatya

ফের জুটি বাঁধলেন সলমন-সুরজ

রাজশ্রী প্রোডাকশনের দায়িত্ব হাতে তুলে নিচ্ছেন সুরজের দুই ছেলে। ছোট ছেলে অবনীশ খুব শিগগিরই একটি নতুন ছবির কাজ শুরু করবেন। ‘‘আমি এখন ডিরেকশন থেকে ব্রেক নিয়েছি। ছেলেদের এগিয়ে রাখছি। ওদের গাইড করছি শুধু,’’ বক্তব্য সুরজের। 

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:২৩
Share:

সলমন-সুরজ।

সুরজ বরজাতিয়ার হাত ধরে সলমন খানের কেরিয়ার তৈরি হয়েছিল। সেই পরিচালকেরই আগামী ছবিতে ফের সলমনের কাজ করার কথা। সুরজ বরাবরই প্রেমের ছবি বানান। সেই সুবাদেই সলমনের ‘লাভার বয়’ ইমেজ। তবে পরিচালকের আগামী ছবিতে সলমনকে বিবাহিত চরিত্রে দেখা যাবে। সুরজের কথায়, ‘‘এই প্রথম বার আমি সলমন ভাইকে বিবাহিত দেখাব। আমার ছবিতে সলমনের প্রেমিক অবতারই দেখেছেন দর্শক। সলমনের ভক্তদের পক্ষে এটা একটা নতুন বিষয় হবে।’’ তবে ছবিটি এখন মাঝপথে আটকে। সলমন অন্যান্য ছবির কাজে ব্যস্ত। সে সব শেষ করেই সুরজের ছবির কাজে হাত দেবেন।

Advertisement

অন্য দিকে রাজশ্রী প্রোডাকশনের দায়িত্ব হাতে তুলে নিচ্ছেন সুরজের দুই ছেলে। ছোট ছেলে অবনীশ খুব শিগগিরই একটি নতুন ছবির কাজ শুরু করবেন। ‘‘আমি এখন ডিরেকশন থেকে ব্রেক নিয়েছি। ছেলেদের এগিয়ে রাখছি। ওদের গাইড করছি শুধু,’’ বক্তব্য সুরজের।

শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও কাজ করছেন সুরজ। শুরু হতে চলেছে নতুন শো ‘দাদি আম্মা দাদি আম্মা মান যাও’। যার পরিচালনা করবেন সুরজের বড় ছেলে দেবাংশ। সীমা বিশ্বাস, মোহন জোশিকে দেখা যাবে এই শোয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement