Sonu Sood

Sonu Sood: সময় কথা বলবে, আয়কর ফাঁকি প্রসঙ্গে সোনুর স্পষ্ট জবাব

আয়কর দফতরের বিবৃতিতে জানানো হয়েছিল, নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন সোনু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৩
Share:

সোনু সুদ।

তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন সোনু সুদ। একটি বিবৃতি জারি করে নিজের বক্তব্য জানালেন তিনি।

তিনি লিখেছেন, ‘সব সময় তোমাকে নিজের কথা বলতে হবে না। সময় সব কিছু বলে দেবে।’ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্পে তিনি এখনও অনড়। ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যাবেন বলেন জানিয়েছেন সোনু। কয়েক দিন আগে আয়কর দফরের তরফে জানানো হয়েছিল, সোনুর স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে ১৮ কোটি টাকা ছিল। যেখান থেকে ১ কোটি ৯০ লক্ষ টাকা সেবামূলক নানা কাজে ব্যবহার করা হয়েছে। বাকি টাকা এখনও পর্যন্ত পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য পাওয়ার প্রসঙ্গে সোনু লিখেছেন, ‘অনেক সময় আমি নানা ব্র্যান্ডকে বলেছি আমার পারিশ্রমিক সেবামূলক কাজে দান করতে। এ ভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। বিগত চার দিন ধরে কয়েক জন অতিথিকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আবার আপানদের সেবা করতে ফিরে এসেছি। সারা জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকব।’

Advertisement

আয়কর দফতরের বিবৃতিতে জানানো হয়েছিল, নিজের স্বেচ্ছাসেবী সংস্থার জন্য বিদেশ থেকেও ২ কোটি ১০ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন সোনু। যা ভারতীয় আইনে নিষিদ্ধ। তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকারও বেশি আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু সোমবার পাল্টা বিবৃতি জারি করে সোনু বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে এই অভিযোগে তিনি বিশেষ বিচলিত নন। করোনা অতিমারির শুরু থেকে তিনি যা করছিলেন, ভবিষ্যতেও তা-ই করে যাবেন। বিবৃতির শেষ ভাগে তিনি লিখেছেন, ‘তুমি ভাল করলে, তোমার ভাল হবে। যার শেষ ভাল, তার সব ভাল।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement