sonam kapoor

Bollywood: সোনম কপূর প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন খুড়তুতো ভাই অর্জুন কপূরের সঙ্গে

সোনমের কথায়, ‘’১৩ বছর বয়স তখন। লোখান্ডওয়ালায় নতুন রেস্তরাঁ খুলেছিল। আমার ভাই অর্জুনের সঙ্গে ডেটে গিয়েছিলাম।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ২৩:০৪
Share:

ছোট ভাই অর্জুন কপূরের সঙ্গেই প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন সোনম কপূর।

১৩ দিনের ছোট ভাই অর্জুন কপূরের সঙ্গেই প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন সোনম কপূর। সে কথা নিজেই স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী। বনি-পুত্র এবং অনিল-কন্যার এই গল্প কি জানতেন?

Advertisement

প্রথম বার ‘ডেট’-এ যাওয়া মানেই প্রেমিকের হাত ধরা বা চুমু খাওয়া অথবা প্রেমের কথাবার্তা বলা। এ রকমই শোনা যায়। তবে খুড়তুতো ভাইয়ের সঙ্গে ‘ডেট’-এর গল্প বেশ দুর্লভ। কিন্তু এমনটাই হয়েছে সোনম কপূরের সঙ্গে। অর্জুন কপূরের সঙ্গেই প্রথম বার ‘ডেট’-এ গিয়েছিলেন তিনি।


Advertisement

সম্প্রতি একটি ফ্যান পেজ থেকে পুরনো এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সোনম একটি সাংবাদিক সম্মেলনে প্রথম ‘ডেট’ নিয়ে কথা বলছেন সেই ভিডিয়োয়। সোনমের কথায়, ‘‘১৩ বছর বয়স তখন। লোখান্ডওয়ালায় নতুন রেস্তরাঁ খুলেছিল। আমার ভাই অর্জুনের সঙ্গে সেখানেই ডেটে গিয়েছিলাম।’’ শুধু তাই নয়, সোনমকে একটি পুতুলও উপহার দিয়েছিলেন অভিনেতা। কিন্তু সোনমের তুলনায় সেই পুতুলের আকার বড় ছিল। তাই শেষমেশ অর্জুনকেই বয়ে নিয়ে যেতে হয় উপহারটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement