সোনম কপূর। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
ঋতুস্রাব। শব্দটাই এখনও সামাজিক ভাবে অচ্ছুত। এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। তাঁর মতে, এই বিশেষ শব্দটি নিয়ে আমাদের মধ্যে এখনও এত ট্যাবু রয়েছে যে সাধারণ পরিচ্ছন্নতার পাঠই পান না অনেকে। ঋতুস্রাবের সময় তাঁকেও বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়েছে। সম্প্রতি আসন্ন ছবি ‘প্যাডম্যান’-এর প্রচারে শেয়ার করলেন সে কথা।
সোনমের কথায়, ‘‘আমার মনে আছে এ সময় ঠাকুমা মন্দিরে যেতে বারণ করতেন। রান্নাঘরেও ঢুকতে দিতেন না। আমি ভাবি, শহরে বড় হয়েও এ সব শুনতে হয়েছে আমাদের। তা হলে ভাবুন, গ্রামের মেয়েদের ক্ষেত্রে বিষয়টা কতটা কঠিন।’’
এই ছবির নেপথ্যে রয়েছেন তামিলনাড়ুর সমাজ সংস্কারক অরুণাচলম মুরুগানানথাম। তাঁকে সকলে ভারতের ‘মেনস্ট্রুয়েশন ম্যান’ নামে চেনেন। কারণ? প্রত্যন্ত গ্রামের মহিলাদের মেনস্ট্রুয়েশন চলাকালীন প্যাড ব্যবহার করতে শিখিয়েছেন তিনি। শিখিয়েছেন পরিচ্ছন্নতা। শুরুটা হয়েছিল বাড়ি থেকেই। নিজের স্ত্রী-কে ওই সময় কাপড় ব্যবহার করতে দেখে প্রথম পদক্ষেপ করেন তিনি। লড়াইটা সহজ ছিল না। অনেক অপমান জুটেছে। মারধরও বাদ যায়নি। তবুও দমে যাননি অরুণাচলম। নিজের কাজ করে গিয়েছেন একাগ্র ভাবে।
আরও পড়ুন, ‘প্যাডম্যান’কে চেনেন?
এই ছবির শুটিংয়েই বিচিত্র অভিজ্ঞতা হয়েছে সোনমের। তিনি শেয়ার করেছেন, ‘‘ঋতুস্রাবের সময় পরিচ্ছন্ন থাকা খুব জরুরি। সেটা যে ছবির বিষয় হতে পারে, এটা মানতেই চান না অনেকে। শহরে কোনও সমস্যা হয়নি। কিন্তু মহেশ্বরের মতো জায়গায় আমরা যখন শুটিং করেছি, সাধারণ মানুষের যা অবহেলা দেখলাম, শকিং!’’
আরও পড়ুন, পিরিয়ডের সময় আর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না দিয়া
এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। সোনম ছাড়াও রাধিকা আপ্তে রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আর বালকি পরিচালিত ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন টুইঙ্কল খন্না। সোনমের মতে, ‘‘সাধারণ মানুষের কাছে পৌঁছনোর জন্য সিনেমা সবচেয়ে বড় মাধ্যম। ফলে এ ধরনের বিষয় নিয়ে আরও বেশি করে কাজ হওয়া উচিত।’’