Sonam Kapoor

ঘুমের অভাবে ‘জেল্লা’ বেড়ে গিয়েছে সোনমের, নিজেই জানালেন অভিনেত্রী

সোম মখিজার ‘ব্লাইন্ড’ ছবির শ্যুট করছেন অভিনেত্রী।

Advertisement

, নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ২১:১৭
Share:

সোনম কপূর।

ঘুম উড়িয়া গিয়াছে সোনম কপূরের। প্রেমে নয়, ব্যস্ততায়। তবে ঘুমের ঘাটতিতে ডার্ক সার্কল তো দূর অস্ত, ক্লান্তির ছাপটুকুও নেই তাঁর মুখে। উল্টে উত্তরোত্তর ঔজ্জ্বল্য বেড়ে চলেছে অভিনেত্রীর। সেই খুশি জাহির করতেই, নিজের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। দেখা যাচ্ছে শ্যুটে যাওয়ার আগে তৈরি হচ্ছেন তিনি। বিবরণে লিখেছেন, ‘কোনও মেক আপ নেই, ঘুমের অভাবেই এমন ঔজ্জ্বল্য পেয়েছি’।

আপাতত স্কটল্যান্ডের গ্লাসগোতে সোম মখিজার ‘ব্লাইন্ড’ ছবির শ্যুট করছেন অভিনেত্রী। ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোনমকে। এক সিরিয়াল কিলারকে কী ভাবে পাকড়াও করবে সোনমের চরিত্র, সেই গল্পই বলবে এই ক্রাইম থ্রিলার।

২০১৮ সালে ‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি সোনমকে। বছর তিনেক পর এই ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সোনম। মাঝে মধ্যেই ছবির ‘বিহাইন্ড দ্য সিন’-এর বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগে পরিচালক সোম মখিজার সঙ্গে একটি দৃশ্যের মহড়ার ছবিও পোস্ট করেছিলেন অনিল-কন্যা।

Advertisement

সোনাক্ষী সিনহা।

এই ছবিতে সোনমের সঙ্গে দেখা যাবে পূরব কোহালি, লিলেট দুবে, বিনয় পাঠকের মতো অভিনেতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement