sonam kapoor

Sonam Kapoor: পেটে হাত বোলাচ্ছেন অন্তঃসত্ত্বা সোনম, বিবাহবার্ষিকীতে প্রেমঘন আহুজা

সোনমকে রূপকথার মতো প্রেমের পৃথিবী এনে দিয়েছেন আনন্দ। আর প্রেমের ফসলও আসতে চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৯:৪৮
Share:

আনন্দ লিখলেন,'তুমি বড্ড সুন্দর।'

মাতৃদিবসে অধিকাংশ তারকা যখন মায়ের স্নেহসুধা নিয়ে কথা বলছেন কিংবা ছবি দিচ্ছেন নিজের মায়ের সঙ্গে, অভিনেত্রী সোনম কপূর এবং তাঁর স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজা তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী উদ্‌যাপন করলেন। এখন আর তাঁরা কেবল দু'জন নন। সোনমের গর্ভে বেড়ে উঠছে তাঁদের প্রথম সন্তান। খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখবে সে।

রবিবার ইনস্টাগ্রামে একাধিক ছবি দিয়েছেন 'দিল্লি ৬'-এর অভিনেত্রী। পোস্টের পরিচিতি অংশে স্বামী আনন্দ আহুজাকে উদ্দেশ্য করে সোনম লিখেছেন, 'ভাবতাম, আমার জীবনে প্রেম হবে রূপকথার মতো! রোমাঞ্চকর, উদ্দাম, ভালবাসায় ভরপুর। আমার সেই স্বপ্ন ছাপিয়ে আরও বহু কিছু দিয়েছ তুমি। আমি প্রতিদিন সে জন্য এই বিশ্ব-ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাই। বলি,আমি বিশ্বের সেরা সুখী!'

Advertisement

সোনম আরও জানান, তাঁদের দাম্পত্যের প্রতিটি দিন মধুর। ৬ বছর ধরে ভালবাসেন পরস্পরকে এবং এ ভাবেই সারা জীবন কাটিয়ে দিতে চান।

সেই পোস্টের নীচে ভালবাসা উজাড় করে দিয়েছেন সোনমের মা সুনিতা কপূর সহ পরিবারের আরও অনেকেই। অন্যান্য বলি-তারকা থেকে শুরু করে অনুরাগীরাও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সোনমকে।

Advertisement

অন্য দিকে ভালবাসা প্রকাশে আনন্দও কম গেলেন না। গর্ভাবস্থার প্রথম মাসগুলিতে সোনমের কিছু সুন্দর মুহূর্ত ধরে রেখেছিলেন তিনি। আজকের দিনে সেই অপ্রকাশিত ঝলক ভাগ করে নিলেন।

ভিডিয়োতে কালচে-সবুজ পোশাকে সোফায় বিশ্রামরত সোনম। গর্ভের আভাসে সদ্য স্ফীত পেটে পরম মমতায় হাত বোলাচ্ছেন তিনি।
সেই ভিডিয়োর ক্যাপশনে আনন্দ লিখলেন,'তুমি বড্ড সুন্দর।'

২০১৮-র ৪ মে মুম্বইয়ে একটি জমকালো অনুষ্ঠান করে গাঁটছড়া বাঁধেন সোনম আর আনন্দ। তার পর তাঁদের সুখের দাম্পত্য তরতর করে এগিয়েছে। ২০২০ সালের জুলাই মাস থেকে আনন্দের সঙ্গে লন্ডনেই রয়েছেন অভিনেত্রী। নটিং হিলে তাঁদের একটি বাড়ি রয়েছে৷ সেখানেই তাঁরা স্বাগত জানাবেন তাঁদের প্রথম সন্তানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement