sonam kapoor

Sonam Kapoor on Parineeti Chopra: শরীর চাপা পোশাক পরা নিয়ে পরিণীতি চোপড়াকে তোপ সোনমের

স্পষ্টবক্তা বলে নামডাক রয়েছে সোনম কপূরের। অন্যায়ের প্রতিবাদ করেন বলি তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৮:৫০
Share:

সোনম এবং পরিণীতি

স্পষ্টবক্তা বলে নামডাক রয়েছে সোনম কপূরের। অন্যায়ের প্রতিবাদ করেন বলি তারকা। কিন্তু সেই সোনমই এক বার অন্য অভিনেত্রীর পোশাক পরা নিয়ে কটূক্তি করেছিলেন। তার জন্য তাঁকে সমালোচনার শিকার হতে হয়েছিল।

Advertisement

কর্ণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা অনিল কপূর এবং তাঁর কন্যা সোনম। সেখানে অভিনেত্রীদের পোশাক পরার কায়দা নিয়ে কথা উঠেছিল। সোনমকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন বলি অভিনেত্রীকে তিনি কী রকম সাজসজ্জার পরামর্শ দিতে চান? পরিণীতি চোপড়ার কথা উঠতেই সোনম কপূর বলেছিলেন, ‘‘তাঁকে বলব, তিনি যেন শরীর চাপা জামা না পরেন।’’ যদিও সঙ্গে সঙ্গে তিনি পরিণীতির অভিনয় ক্ষমতার প্রশংসা করেন।

কিন্তু তাতেও দর্শকরা বেশ ক্ষুব্ধ হয়েছিলেন সোনমের প্রতি। সেই চ্যাট শো-এর ভিডিয়োর তলায় মন্তব্য বাক্সে সোনমের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছিলেন নেটাগরিকরা। বলা হয়েছিল, কোনও মহিলার শরীর এবং পোশাক পরার কায়দা নিয়ে উপহাস করা উচিত নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement