Mohun Bhagabat

তুলোধোনা

সম্প্রতি সঙ্ঘনেতা মোহন বলেছিলেন, শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয়।

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

মোহন ভাগবত ও সোনম কপূর।

আরএসএসের প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে ‘রিগ্রেসিভ ফুলিশ স্টেটমেন্ট’ বলে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলেন সোনম কপূর। সম্প্রতি সঙ্ঘনেতা মোহন বলেছিলেন, শিক্ষিত ও সমৃদ্ধিশালী পরিবারেই ডিভোর্স বেশি হয়। ‘‘শিক্ষা এবং সম্পদ থেকে আসে ঔদ্ধত্য। এবং এর ফলেই এই ধরনের পরিবারগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়,’’ বলেছিলেন মোহন। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোজাসুজি সমালোচনা করেছেন সোনম। মোহনের বক্তব্যকে ট্যাগ করে সোনম টুইট করেন, ‘কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কথা বলতে পারেন? রিগ্রেসিভ এবং বোকা বোকা মন্তব্য।’ সোনম বরাবরই স্পষ্টভাষায় নিজের বক্তব্য পেশ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। ট্রোলদেরও একহাত নিয়ে থাকেন মাঝেমাঝেই। এ বার সরাসরি মোহন ভাগবতকে সমালোচনা করায় ফের আরএসএস নেতৃত্বের বিরাগভাজন হলেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement