বইয়ের স্বত্ব কিনলেন সোনম

সিনেমার উপযোগী উপন্যাস বা গল্প খোঁজ করা তাঁর কাজ। গল্পের স্বত্ব নিয়ে সেগুলো দেওয়া হবে প্রযোজকদের।

Advertisement
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০৯:০০
Share:

সোনম কপূর।

ছাপা অক্ষরে যা দেখেন তা-ই পড়ে ফেলেন গোগ্রাসে। সোনম কপূর সম্বন্ধে এমন কথা প্রায়ই শোনা যায় মুম্বইয়ের আনাচেকানাচে। আর তাঁর বইপ্রীতির জন্য মামির ‘ওয়ার্ড টু স্ক্রিন’-এর কিউরেটরও হয়েছেন অভিনেত্রী। সিনেমার উপযোগী উপন্যাস বা গল্প খোঁজ করা তাঁর কাজ। গল্পের স্বত্ব নিয়ে সেগুলো দেওয়া হবে প্রযোজকদের। আর সে কাজে বেশ আঁটঘাট বেঁধেই নেমেছেন সোনম। কারণ উপন্যাস থেকে সিনেমা করায় তিনি নিজেই দারুণ উৎসাহী। কিছু দিন আগে অঞ্জুনা চহ্বানের উপন্যাস ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর সিনেমার স্বত্ব কিনেছিলেন তিনি। এ বার নিলেন ‘দ্য আর্যাবর্ত ক্রনিকল্‌স’ সিরিজের তিনটি বইয়ের সিনেমা রাইট্‌স। ‘গোবিন্দ’, ‘কৌরব’ আর ‘কুরুক্ষেত্র’। তিনটি উপন্যাসের স্বত্বই নিয়েছেন অভিনেত্রী। খবরের সত্যতা স্বীকার করেছেন সিরিজের লেখিকা কৃষ্ণা উদয়শঙ্কর। লেখিকা জানান, ‘‘সোনম যখন রাইট্‌স নেওয়ার জন্য এগিয়ে আসে, আমার বিশ্বাসই হচ্ছিল না। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement