sonali phogat

‘বিগ বস’ খ্যাত বিজেপি নেত্রীর বাড়িতে চুরি, লক্ষাধিক টাকা ও বন্দুক উধাও

২০১৯ সালে বিজেপি-র হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সোনালি। কিন্তু কংগ্রেসের কাছে হেরে যান। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০২
Share:

সোনালি ফোগাট

বন্দুক, সোনার গয়না ও কয়েক লক্ষ টাকা উধাও বিজেপি নেত্রী ও অভিনেত্রী সোনালি ফোগাটের বাড়ি থেকে। মঙ্গলবার ঘটনাটি ঘটে হরিয়ানার হিসারে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে ওই বাড়িতে কেউ ছিলেন না।
‘বিগ বস ১৪’-তে অংশগ্রহণ করে জনপ্রিয়তা অর্জন করেন সোনালি ফোগাট। পরে যোগ দেন বিজেপি-তে। ২০১৯ সালে বিজেপি-র হয়ে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সোনালি। কিন্তু কংগ্রেসের কাছে হেরে যান।
অভিযোগ পত্রে সোনালি জানিয়েছেন, চলতি মাসের ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত হিসারের বাড়িতে ছিলেন না তিনি। চণ্ডীগড় গিয়েছিলেন। বাড়ি বন্ধ ছিল। অভিযোগ, সে সময়েই বাড়ির দরজা ভেঙে চুরি হয়। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক-সহ সোনা- রুপোর গয়না, ১০ লক্ষ টাকা এবং আরও কিছু মূল্যবান জিনিস খোয়া গিয়েছে বলে অভিযোগ সোনালির।
পুলিশ জানিয়েছে, বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। কিন্তু যেখানে ফুটেজ ছিল, সেই ভিডিয়ো রেকর্ডারও উধাও। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement