Sonali Bendre

হাতে প্লাস্টার, হেঁটে বিমানবন্দর থেকে বেরোচ্ছেন সোনালি, ছবিশিকারিদের দেখে কী করলেন অভিনেত্রী?

এ বার মুম্বই বিমানবন্দরে দেখা মিলল সোনালির। হাতে প্লাস্টার, মুখে হাসি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কী জানালেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৪:০০
Share:
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলেছে, এ বার ফের কী হল সোনালির?

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলেছে, এ বার ফের কী হল সোনালির? ছবি: সংগৃহীত।

এমনিতেই মিষ্টি স্বভাবের জন্য বলিপাড়ায় চর্চিত তিনি। অনেক দিন পর্দায় সে ভাবে আর দেখা যায় না অভিনেত্রী সোনালি বেন্দ্রেকে। মাঝে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলে সোনালির। এখন তিনি অবশ্য অনেকটা সুস্থ। এ বার মুম্বই বিমানবন্দরে দেখা মিলল সোনালির। হাতে প্লাস্টার, মুখে হাসি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কী জানালেন অভিনেত্রী?

Advertisement

বড় পর্দায় তাঁকে দেখা না গেলেও ছোট পর্দায় প্রায়ই দেখা যায়। বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা গিয়েছে সোনালিকে গত কয়েক বছরে। পাশপাশি আগামী ২৮ মার্চ থেকে নিজের পডকাস্ট শুরু করতে চলেছেন অভিনেত্রী। তাঁর আগেই হাত ভেঙে বসলেন সোনালি।

হাত ভাঙলেন সোনালি।

হাত ভাঙলেন সোনালি। ছবি: সংগৃহীত।

পরনে তাঁর নীল ডেনিম প্যান্ট আর শার্ট, রূপটানের লেশ মাত্র নেই। মুম্বই বিমানবন্দর থেকে হেঁটে বেরাচ্ছেন, এমন সময় ছবিশিকারিরা দেখতে পান তাঁকে। এমন অবস্থায়ও বিন্দুমাত্র বিরক্তি নেই তাঁরা। হেসেই কথা বলেন তাঁদের সঙ্গে। কী হয়েছে প্রশ্ন আসতেই অভিনেত্রী বলেন, ‘‘পড়ে গিয়েছিলাম। তার পর হাতটা ভেঙে গেল।’’ কিন্তু কোথায় কী ভাবে পড়ে গেলেন, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement