Sonakshi Sinha Wedding Day

বিয়ের আগে মসজিদে জ়াহির, মেজাজ হারালেন সোনাক্ষীর মা, কেমন চলছে প্রস্তুতি?

সোনাক্ষীকে বিয়ে করার আগে বান্দ্রা এলাকার একটি মসজিদে যান জ়াহির ইকবাল। তবে, মেয়ের বিয়ের দিন কী কারণে রেগে গেলেন সোনাক্ষীর মা পুনম সিন্‌হা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৪ ১৭:৫৫
Share:

সোনাক্ষীর বিয়ের আগে ঘটনার ঘনঘটা। ছবি: সংগৃহীত।

বান্দ্রা এলাকায় ‘রামায়ণ’ বাড়িটি সকলেরই প্রায় জানা। তিন ছেলেমেয়েকে নিয়ে ওই বাড়িতেই থাকেন অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা। শুক্রবার থেকেই বাড়ির সামনে ভিড়। হুমড়ি খেয়ে পড়েছেন ছবিশিকারিরা। কে ঢুকছেন, কে বেরোচ্ছেন ওই বাড়ি থেকে— প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন তাঁরা। ২৩ জুন রবিবার শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষীর বিয়ে। কোথায় বিয়ে হচ্ছে, কী ভাবে বিয়ে হচ্ছে সেটা এখনও প্রকাশ্যে আনেননি দুই পরিবার। তবে সকালেই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান সোনাক্ষী। শোনা যায়, সকালেই আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়ে করার আগে বান্দ্রা এলাকার একটি মসজিদে ঢুকতে দেখা যায় জ়াহির ইকবালকে। তবে, মেয়ের বিয়ের দিন রেগে গেলেন সোনাক্ষীর মা পুনম সিন্‌হা।

Advertisement

গত কয়েক দিন ধরেই ছবিশিকারিদের ভিড় তাঁদের বাড়ির সামনে। সোনাক্ষীর বিয়ের পোশাক থেকে সব কিছুই ক্যামেরাবন্দি করছেন তাঁরা। সোনাক্ষী সকালে বেরিয়ে যাওয়ার পরই অন্য একটি গাড়িতে বার হন সোনাক্ষীর মা। অভিনেত্রীর মায়ের গাড়ির জানলার কাচ খোলা থাকায় সেখানেই প্রায় ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দেন ছবিশিকারিরা, কেউ কেউ আবার গাড়ির চারপাশ ঘিরে ধরেন। নিজের গাড়িতেই আটকে পড়েন অভিনেত্রীর মা। তার পর নিরাপত্তারক্ষীরা এসে ঠেলে সকলকে সরাতেই বেরোতে পারেন পুনম। ছবিশিকারিদের আচরণেই রেগে যান অভিনেত্রীর মা। চোখেমুখে ফুটে ওঠে বিরক্তি। এ দিকে রাতের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু হনি সিংহ এসে পৌঁছেছেন মুম্বইয়ে। সোনাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু হুমা কুরেশি নাকি সঙ্গেই রয়েছেন সোনাক্ষীর। এখন অপেক্ষা নবদম্পতিকে একসঙ্গে দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement