Sonakshi Sinha wedding

জ়াহির-সোনাক্ষীর বিয়েতে কি আদৌ সম্মতি রয়েছে সিন্‌হা পরিবারের? জানা গেল সত্য

বিয়েতে পরিবারের মতামত কী ছিল, তা নিয়ে নেটদুনিয়ায় জল্পনা চলছে। সোনাক্ষীর বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন পরিজনেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ১২:৩০
Share:

(বাঁ দিকে) সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। শত্রুঘ্ন সিন্‌হা (ডান দিকে)। ছবি-সংগৃহীত।

সাত বছরের সম্পর্কে থাকার পরে এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। মুম্বইয়ে অভিনেত্রী শিল্পা শেট্টির রেস্তরাঁয় বসবে তাঁদের বিয়ের আসর। বিয়েতে পরিবারের মতামত ছিল কি না, তা নিয়ে নেটদুনিয়ায় জল্পনা চলছে। এ বার সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন প্রযোজক পহলাজ নিহালনি। শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে বহু দিনের বন্ধুত্ব তাঁর। সোনাক্ষী তাঁকে মামা বলে ডাকেন।

Advertisement

সোনাক্ষী ও জ়াহির তাঁদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি। কিন্তু বিয়ের পরিকল্পনা কি আগে থেকে জানতেন পহলাজ নিহালনি? জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘‘আজকালকার ছেলেমেয়েরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেয়। বাবা-মায়ের সেটা নিয়েই খুশি হওয়া উচিত। দম্পতির জীবন যেন সুখের হয়, এটাই কাম্য। পরস্পরের প্রতি যেন ভালবাসা থাকে।’’

সোনাক্ষীর মামা আরও যোগ করেন, ‘‘আমার আশীর্বাদ রয়েছে সোনাক্ষী ও জ়াহিরের সঙ্গে। অবশেষে ওদের বিয়েটা হচ্ছে।’’ সোনাক্ষীর বাবা, বর্ষীয়ান অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা মেয়ের বিয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ও খুশি থাকলেই আমি খুশি। ও আমাদের চোখের মণি। আমাদের আশীর্বাদ সব সময় ওর জন্য রয়েছে।’’ বিয়েতে পরিবারের সম্মতি আছে বলেও জানান তিনি।

Advertisement

শত্রুঘ্ন সিন্‌হার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অভিনেত্রী পুনম ধিলোঁরও। সোনাক্ষী ও জ়াহিরের নজরকাড়া নিমন্ত্রণপত্র দেখে তিনি বলেছেন, ‘‘কী সুন্দর নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। আমি সোনাক্ষীকে অনেক ছোট থেকে চিনি। ওর বেড়ে ওঠা আমি নিজের চোখে দেখেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও যেন ভাল থাকে। ও খুব ভাল মেয়ে।’’

২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় তাঁরা বলেছেন, ‘‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগাভাগি করে নিয়েছি, তাই আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement