(বাঁ দিকে) জ়াহির ইকবাল (ডান দিকে) সোনাক্ষী সিন্হা। ছবি: সংগৃহীত।
তারকাদের বিয়ে মানে নামী দামি পোশাকশিল্পীদের তৈরি করা পোশাক, বহুমূল্যের গহনা যা, সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। দাম শুনলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। পোশাকের দাম ছাড়াও থাকে নিরাপত্তার ঘেরাটোপ। যদিও সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবাল সে সব কোনও কিছুরই তোয়াক্কা করেননি। নিজের ফ্ল্যাটেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের নিয়ে আইনি মতে বিয়ে সারেন সোনাক্ষী। কোনও প্রকারের ধর্মীয় আচার নয় বরং নিখাদ আনন্দ করাটাই ছিল তাঁদের লক্ষ্য। সকালে বিয়ে ও সন্ধ্যায় ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য ছিল প্রীতিভোজের আয়োজন। বিয়ের দিন সকালে অভিনেত্রী পরেছিলেন মা পুনম সিন্হার বিয়ের সময়ের সাদা লক্ষ্ণৌ চিকনের কাজ করা শাড়ি সঙ্গে মায়ের বহু বছরের পুরনো গহনা। সন্ধ্যায় তিনি সেজেছিলেন লাল বেনরাসিতে, সঙ্গে মানানসই কুন্দনের গহনা। কিন্তু হঠাৎ নিজের বিয়েতে পুরনো শাড়ি পরলেন কেন অভিনেত্রী?
বিয়ের পর দিল্লিতে একটি ফ্যাশন শোয়ে যোগ দিতে যান অভিনেত্রী। সেখানেই নিজের বিয়ের শাড়ি প্রসঙ্গে সোনাক্ষী বলেন, “আমি বরাবরই মায়ের শা়ড়ি পরে বিয়ে করতে চেয়েছিলাম। সেটাই আমার মাথায় ছিল। সেই মতো আমি সবটা করেছি। সন্ধ্যার অনুষ্ঠানে লাল শাড়িই পরতে চেয়েছিলাম। সেটাই করেছি।” পাশাপাশি সোনাক্ষী এও জানান, বিয়ের পোশাক নির্বাচন করতে সময় লেগেছে মোটে পাঁচ মিনিট। অভিনেত্রীর কথায়, ‘‘আমরা আমাদের এই দিনটা দারুণ ভাবে উপভোগ করতে চেয়েছিলাম। মাত্র পাঁচ মিনিট লেগেছিল কী পরব সেটা ভাবতে। আমার বা জ়াহিরের দু’জনেরই অত বায়নক্কা নেই পোশাক নিয়ে। ও নিজের এক বন্ধুর স্টোরে গিয়ে মাত্র একটা জামা দেখেই পছন্দ করে নেয়।’’ সোনাক্ষী জানান, এ বার থেকে সাদামাঠা বিয়ের রীতি শুরু হবে। যেখানে সাধারণ সাজগোজেই সুন্দর দেখানো যায়।