Sonakshi Sinha

‘আরে ইনস্টাগ্রাম, ফেসবুক তোমরা এখনও এখানে?’, নেটমাধ্যমে কটাক্ষ সোনাক্ষী-র

‘দবং’ অভিনেত্রী বরাবরই নিরপেক্ষ থেকে বিভিন্ন বিষয়ে তাঁর মতামত ব্যক্ত করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৮:৫৭
Share:

সোনাক্ষী সিন্‌হা।

নেটমাধ্যমে একটি বিষয় বেশ কিছুদিন থেকে ঘুরছিল। ২৫ মে থেকে দু’দিন বন্ধ থাকতে পারে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম। অনেকে আবার হোয়াটসঅ্যাপের নামও জুড়েছিল সেখানে। ২৭ মে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা সেই বিষয়ে কটাক্ষ করে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন।

Advertisement

কী পোস্ট করলেন অভিনেত্রী? ‘দবং’ অভিনেত্রী বরাবরই নিরপেক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কালো পোশাকে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে কটাক্ষ করে লিখেছেন ‘আরে ইনস্টাগ্রাম/ফেসবুক!!! তোমরা এখনও এখানে’।

Advertisement

অনুরাগীরা অনেকেই বিষয়টিকে বেশ মজার ছলেই নিয়েছেন। কেউ বলেছেন ‘আমরা চাই ইনস্টাগ্রাম, ফেসবুক থাকুক নইলে আমরা আমাদের পছন্দের অভিনেত্রী সোনাক্ষীর সঙ্গে যোগাযোগ কীভাবে রাখব’? আবার কেউ মজা করে বলেছেন, ‘আপনি এখনও নিজের ছবি ইনস্টাগ্রামে দিতে পারবেন’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement