Kavita and Teresa

হলিউড এ বার কলকাতায়, শুরু হতে চলেছে শ্যুটিং

শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুটিং করা হবে। মূলত উত্তর কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে চিত্রায়নের জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৫:১৮
Share:

শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুটিং করা হবে।

হলিউড এ বার কলকাতায়!

Advertisement

একটি পূর্ণদৈর্ঘ্যের হলিউড ছবির শ্যুটিং হতে চলেছে শহরে। ছবির নাম ‘কবিতা এন্ড টেরেসা’। কাজের জন্য কলকাতায় আসতে চলেছেন বণিতা সান্ধু, জ্যাকলিন ফ্রিতসাচি-করনাজ এবং দীপ্তি নাভালের মতো শিল্পীরা।

শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শ্যুটিং করা হবে। মূলত উত্তর কলকাতাকেই বেছে নেওয়া হয়েছে চিত্রায়নের জন্য। জীবনের বেশ কয়েকটা বছর কলকাতায় কাটিয়েছিলেন মাদার টেরেসা। এখনও তাঁর তৈরি বিভিন্ন হাসপাতাল, হোম এখনও বহু মানুষের আশ্রয়। মূলত সেই ছবিকেই তুলে ধরার জন্যই শহরের বিভিন্ন প্রান্তকে বেছে নেওয়া হয়েছে।
শ্যামপুকুর, গিরিশ পার্ক, নর্থ পোর্ট, নিউ মার্কেটের মতো বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হবে।

Advertisement

‘টেরেসা এন্ড কবিতা’র পরিচালনার দায়িত্বে রয়েছেন কমল মুসালে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী পর্যন্ত শ্যুটিং হবে শহরে।

আরও পড়ুন: অম্বানীর বিয়েতে ৫০ টাকা মজুরির কেটারারকর্মী থেকে নায়িকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাখী মানেই বিতর্ক

মাদার টেরেসার জীবনের গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রেরণা দেওয়া এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ছবির মূল লক্ষ্য। জ্যাকলিনকে এই ছবিতে মাদারের ভূমিকায় দেখা যাবে। ‘টেরেসা এন্ড কবিতা’র পরিচালনার দায়িত্বে রয়েছেন কমল মুসালে। এর আগেও বেশ কিছু ছবির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! সোশ্যাল মিডিয়ায় ছেলের মুখ দেখালেন পূজা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement