ব্যান্ডে নেই ফাওয়াদ
বেশ কয়েকদিন ধরেই হাওয়ায় ভাসছিল খবরটা। বলিউডের হার্টথ্রব পাকিস্তানে ফিরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, পুরোনো ব্যান্ড ‘এনটিটি প্যারাডাইম’কে আবার মঞ্চে আনার চেষ্টা করছেন ফাওয়াদ ও তাঁর বন্ধু আহমেদ বাট।
তবে যাবতীয় জল্পনা হেসে উড়িয়ে দিলেন ফাওয়াদের বন্ধু এবং একদা ব্যান্ডের সদস্য আহমেদ বাট। লাহোর থেকে আনন্দplus-কে জানালেন সেরকম কোনও পরিকল্পনা নেই। ‘‘ফাওয়াদ দেশে ফেরার পর আমরা পুরোনো বন্ধুরা একদিন দেখা করেছিলাম। ব্যান্ডের সবাই এসেছিল। সেই ছবিই দেখলাম ফেসবুক-য়ে অন্য ভাবে রাষ্ট্র হয়ে গেছে,’’ হেসে বললেন তিনি।
এবং ভবিষ্যতেও কামব্যাকের আশা প্রায় উড়িয়েই দিলেন বাট। ‘‘আমরা প্রত্যেকেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছি,’’ বললেন আহমেদ বাট। একটু থেমে যোগ করলেন, ‘‘ফাওয়াদ কিন্তু এখনও আগের মতোই গান গায়...’’
আরে ভাই, পুরোনো অভ্যাস বলে কথা!
পি সি-র ডাবিং
নিউ ইয়র্ক সিটিতে থেকেও বাড়ির জন্য মন-কেমন প্রিয়ঙ্কা চোপড়ার। বছর তিনেক আগে বাবাকে হারিয়েছেন। হাতেও বাবা অশোক চোপড়ার ট্যাটু করিয়েছেন। এ বার তাঁর স্মরণেই গান গাইলেন প্রিয়ঙ্কা। তাও মরাঠিতে। নিজের প্রযোজিত ছবি ‘ভেন্টিলেটর’য়ে ‘বাবা’ গানটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টুইটার পোস্টে গানের লিঙ্কও শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। ‘‘আমার প্রথম মরাঠি গান। ভুল হলে ক্ষমা করে দেবেন,’’ লিখেছেন তিনি। একটি মেয়ের জীবনে বাবার গুরুত্ব কতটা, তাই নিয়েই গান লিখেছেন মনোজ যাদব। হলিউডে থেকে এখনও তিনি মিস করেন বাড়িকে, বাবাকে। বেটি হো তো অ্যায়সি!
যখন তুমি ‘পদ্মাবতী’
কখনও ভিন ডিজেলের সঙ্গে টিভি সিরিজে, আবার কখনও নতুন ছবির শ্যুটিংয়ে। আজকাল ভীষণ ব্যস্ত দীপিকা পাড়ুকোন। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সেদিন দুই আগে শুরু হয়েছে ‘পদ্মাবতী’র শ্যুট, এবং তা নিয়েই এক্সসাইটেড দীপিকা।
আগামী কয়েক মাসে সঞ্জয় লীলা বনশানলির ছবির টানা শ্যুট, তবু ঘনিষ্ঠ মহলে দীপিকা বলেছেন যে এত দিন এরকম একটি চরিত্রই খুঁজছিলেন তিনি।
‘‘আসলে কখনও কখনও এমন সময় আসে যখন কোনও একটা চরিত্র করার জন্য সব রকমের চেষ্টা করেও সফল হওয়া যায় না।
আবার কখনও একবারেই সব পাওয়া যায়। এই ছবিটাও আমার কাছে অনেকটা তাই,’’ ঘনিষ্ঠদের বলেছেন দীপিকা।
তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন, তবু রণবীর সিংহ-য়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন দীপিকা স্বয়ং।
‘‘আমি খুব লাকি যে রণবীরের সঙ্গে এরকম একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি,’’ ঘনিষ্ঠ মহলে বলছেন তিনি।
রানি পদ্মিনী হওয়ার সুযোগ সবাই পায় নাকি?