Inaya Khan

আদুরে গলায় গায়ত্রী মন্ত্র পড়ল সোহা আলির দু’বছরের মেয়ে!

এত ছোট বয়সে ‘গায়ত্রী মন্ত্র’-র মতো কঠিন সংস্কৃত শ্লোক পাঠের ক্ষমতা দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৬:০৫
Share:

বাবা-মায়ের সঙ্গে ইনায়া। ছবি-ইনস্টাগ্রাম।

বয়স মাত্র দুই। অথচ এই বয়সেই গায়ত্রী মন্ত্র এক্কেবারে মুখস্থ কুণাল খেমু এবং সোহা আলি খানের মেয়ে ইনায়ার।

Advertisement

বাবা কুণালকে ফোঁটা দিচ্ছিলেন ইনায়ার পিসি। হিন্দু রীতি অনুযায়ী বরণডালায় যাবতীয় সরঞ্জাম সাজিয়ে ভাইকে বরণ করে নিচ্ছিলেন তিনি। গাইছিলেন গায়ত্রী মন্ত্রও।

পিসিকে গাইতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না ছোট্ট ইনায়া। আদর মাখা গলায় ইনায়াও পাঠ করতে শুরু করল, ‘ওঁ ভূর্ভুবঃ স্বঃতৎ সবিতুর্বরেণ্যং...’

Advertisement

শুনে নিন ইনায়ার গলায় ‘গায়ত্রী মন্ত্র’

Here’s to spreading light this Bhai Dooj #happybhaidooj

A post shared by Kunal Kemmu (@khemster2) on

এত ছোট বয়সে ‘গায়ত্রী মন্ত্র’-র মতো কঠিন সংস্কৃত শ্লোক পাঠের ক্ষমতা দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া। প্রশংসায় মেতেছেন সেলেবরাও। ভিকি কৌশল থেকে পরিণীতি চোপড়া... ইনায়ার স্তোত্রপাঠে মুগ্ধ ওঁরাও। কমেন্টে ভিকি লিখেছেন, ‘আদুরে’।

শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খানের মেয়ে সোহা ২০১৫-তে অভিনেতা কুণাল খেমুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। ২০১৭-র ২৯ সেপ্টেম্বর জন্ম হয় ইনায়ার।

আরও পড়ুন-মধ্যরাতে পার্টিতে একসঙ্গে, ভিকি কৌশলকে ডেট করছেন ক্যাটরিনা?

আরও পড়ুন-দীপাবলি উদযাপন করে কট্টরদের রোষের মুখে শাহরুখ, পাশে দাঁড়ালেন শাবানা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement