Neha Kakkar

রিয়েলিটি শো-র মঞ্চে নেহা কক্করকে জোর করে চুমু প্রতিযোগীর!

এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই সবাইকে অবাক করে নেহাকে জড়িয়ে ধরে, জোর করে গালে সটান চুমু খেয়ে নেন সেই প্রতিযোগী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১২:৩৯
Share:

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিচারক নেহা কক্করকে অডিশন রাউন্ডের সময় জোর করে চুমু খেয়ে বিতর্কের সৃষ্টি করলেন এক প্রতিযোগী। আয়োজক চ্যানেলের শেয়ার করা একটি স্বল্প সময়ের প্রোমো ভিডিয়োতে এমনটাই দেখা গিয়েছে।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, নেহার জন্য একগুচ্ছ উপহার নিয়ে, রাজস্থানী পোশাকে ওই প্রতিযোগী নেহাকে জিজ্ঞাসা করেন, নেহা তাঁকে চেনেন কী না? নেহা হয়ত মনে করতেই যাচ্ছিলেন, সেই সময় তাঁর জন্য আনা টেডি বেয়ার আর একটি মূর্তি নেহার হাতে তুলে দেন সেই ব্যক্তি।

এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই সবাইকে অবাক করে নেহাকে জড়িয়ে ধরে, জোর করে গালে সটান চুমু খেয়ে নেন সেই প্রতিযোগী। ছিটকে সরে আসেন নেহা। পাশে দাঁড়ানো শো-র সঞ্চালক আদিত্য নারায়ণও গোটা ঘটনায় হকচকিয়ে যান। অনুষ্ঠানের অন্যতম বিচারক অনু মালিকও স্তম্ভিত। যদিও এর পর কী হয়, আর তা ওই প্রোমো ভিডিয়োটিতে দেখানো হয়নি।

Advertisement

আরও পড়ুন: ‘বালিকা বধূ’-র ছোট্ট ‘আনন্দী’-কে মনে আছে? এখন সে কী করছে জানেন?​

আরও পড়ুন: উপোস করলেন নিখিলের জন্য, করে নিলেন বরণও, কেমন কাটল নুসরতের প্রথম ‘করবা চৌথ’​

রিয়েলিটি শো-র মঞ্চে কত কী না হয়! কখনও মঞ্চে জামা খুলে নাচ, আবার কখনও বা বিচারকদের খুশি করার জন্য অদ্ভুত আচরণ— তবে এই ঘটনা যেন ছাপিয়ে গেল সব কিছুকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement