অর্থের জন্য বিয়ে করিনি, স্বামীর থেকেও বেশি রোজগার করি: মোনালি

শুধু তাই নয়, মাইককে বিয়ে করার পিছনে অর্থের লোভ নয়, বরং তাঁর জন্য মাইকের ভালবাসা, পাশে থাকার ইচ্ছাই যে ইউএসপি হয়ে উঠেছিল, সে কথাও জানিয়েছেন মোনালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ১৬:১২
Share:

মোনালি-মাইক।

কাউকে না জানিয়ে বিয়ে করেছিলেন মোনালি ঠাকুর। তাঁর স্বামী মাইক পেশায় ব্যবসায়ী, থাকেন সুইৎজারল্যান্ডে। হোটেলের ব্যবসা তাঁর। এই খবর সামনে আসতেই মোনালিকে নিয়ে কদর্য ট্রোল সোশ্যাল মিডিয়ায়। গায়িকা নাকি অর্থের লোভে বিয়ে করেছেন, ইংরাজিতে যাকে বলে, 'গোল্ড ডিগার'। এত দিন এই সব ট্রোলকে পাত্তা না দিলেও অবশেষে মুখ খুলেছেন মোনালি।

Advertisement

মাইকের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করে মোনালির বক্তব্য, যারা ওই সব বলছে, তারা নিজেরাই ব্যক্তিগত জীবনে ব্যর্থ। শুধু তাই নয়, মোনালি লিখেছেন, “এই গোল্ড ডিগার কিন্তু সফল ব্যবসায়ীটির থেকে বেশিই রোজগার করেন।” নেটাগরিকদের মতে, নাম না করে নিজের কথাই বলতে চেয়েছেন মোনালি। বাস্তবিক জীবনে তাঁর আয় যে মাইকের থেকে বেশি, সেই ইঙ্গিতই দিলেন এই বাঙালি গায়িকা।

শুধু তাই নয়, মাইককে বিয়ে করার পিছনে অর্থের লোভ নয়, বরং তাঁর জন্য মাইকের ভালবাসা, পাশে থাকার ইচ্ছাই যে ইউএসপি হয়ে উঠেছিল, সে কথাও জানিয়েছেন মোনালি।

Advertisement

More than 3 years back.. these two crazy people @maaaik_richter n myself, got married in the most unconventional way with lots of drama and just love.. nothing was pretentious about this day.. it was just a very real and simple celebration of us.. which makes me feel very grateful.. both of us wearing oversized clothes, bought at the last moment in Bandra, looking like school kids going for a play or something.. specially me (salwaar suit and sneakers as I forgot to buy the right footwear coz there was no time left).. Sooo since we didn’t do any wedding ceremony yet, since last 3 years, 2 months.. am sharing this moment from the day Maik n I got married..🥰❤️ there was drama on that day as Maik got deported and then brought back but there was no drama in our happiness and love!.. And for few miserable creatures out their in social media, with no balls.. hiding behind the anonymity and calling me names.. just to let you know calling me a gold digger only accentuates yourselves as massive failures.. I married this man because he could celebrate my success, my strength and my independence.. it must be difficult for you losers to accept it but guess what! The “gold digger” earns more than the successful business man.. sorry to disappoint you all.. no drama in there..🖕🏼... . . #monalithakur #monali #most #beautiful #memories #the #day #i #got #married #our #innocence #is #what #always #melted #my #heart #dear #husband #love #you #mumbai #shaadi #ring #exchange .. . . @valelluuhia @nidhisin @sailendrarane remember this..? 😛🥳😂... 😍

A post shared by Monali Thakur (@monalithakur03) on

মোনালি-মাইকের বিয়েটা হয়েছিল অদ্ভুত ভাবে। বছর তিনেক আগে আলাপ হয় তাঁদের। সেখান থেকেই প্রেম। সুইৎজারল্যান্ড থেকে ভারতে উড়ে এসেছিলেন মাইক, বিয়ে করার জন্য। কিন্তু ভিসা ছাড়াই। মাইকের এক শুভাকাঙ্ক্ষীকে নাকি বলেছিলেন, এক দিনের জন্য যাচ্ছেন রেজিস্ট্রি ম্যারেজ করতে। মাইকের কাছে জার্মান পাসপোর্ট আছে। ফলে, আলাদা করে ভিসা লাগবে না। সেই কথা শুনে মাইক সাতপাঁচ না ভেবেই পা রাখেন ভারতে।

বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাঁকে। বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়। এ দিকে মোনালি বসে রেজিস্ট্রি অফিসে! শেষে মাইকের দেখা না পেয়ে ফোন করতেই জানতে পারেন পুরো ঘটনা। খবর কানে যেতেই বাড়িতে হুলুস্থুল। মোনালি তখন হবু স্বামীকে জেল-হাজত থেকে বাঁচাতে চেষ্টা করে চলেছেন। অবশেষে কোনও রকম সাজগোজ ছাড়াই স্নিকার আর গায়ের থেকে বড় মাপের জামা পরেই বিয়ে করেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement