Lata Mangeshkar

লতা মঙ্গেশকর অসুস্থ হয়ে হাসপাতালে, ছাড়া পাওয়া নিয়ে পরস্পর বিরোধী রিপোর্টে বিভ্রান্তি

শনিবার রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:৫২
Share:

বাড়ি ফিরলেন লতা। —ফাইল চিত্র।

শ্বাসকষ্ট নিয়ে মাঝ রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকর। দ্য হিন্দু জানিয়েছিল, সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল গায়িকাকে। বিকালে এক ঘনিষ্ঠ এক আত্মীয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, অনেকটাই সুস্থ রয়েছেন লতা। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্য়মের রিপোর্ট, এখনও হাসপাতালেই রয়েছেন লতা। সেখানে তাঁকে দেখতেও গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। পরস্পর বিরোধী এই রিপোর্টে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লতা মঙ্গেশকরের এক আত্মীয় রচনা শাহ বলেন, ‘‘ভাইরাস সংক্রমণ নিয়ে গতকাল মাঝ রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন গায়িকা। তবে এখন ভাল আছেন তিনি।’’ তবে হাসপাতাল থেকে ফিরিয়ে আনা নিয়ে কিছু বলেননি তিনি।

আবার লতার ছোট বোন উষা মঙ্গেশকর পিটিআই কে বলেন, “লতা দিদি এখনও হাসপাতালেই রয়েছে। তবে এখন অবস্থা অনেকটাই ভাল। আশা করছি কালকের মধ্যেই তিনি ছাড়া পেয়ে যাবেন।” উষা আরও যোগ করেন, “ভাইরাল ইনফেকশন যাতে না হয় সেই কারণেই দিদিকে আমরা হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছি।”

Advertisement

গত ২০ সেপ্টেম্বরই ৯০ বছর পূর্ণ করেন লতা মঙ্গেশকর। ধর্মেন্দ্র, হেমা মালিনী, ঋষি কপূর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষাল-সহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁকে। তার পর রবিবারই সোশ্যাল মিডিয়ায় আত্মীয় তথা অভিনেত্রী পদ্মিনী কোলাপুরি কে ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন লতা। তার পরই তাঁর অসুস্থতার খবর আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement