কুমার শানু। —ফাইল চিত্র।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে শিল্পীরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ করেছিলেন অমিতাভ বচ্চন, অনিল কপূর ও জ্যাকি শ্রফ। এ বারে এই তালিকায় যুক্ত হতে চলেছে কুমার শানুর নাম।
কুমার শানুর গান এবং বিশেষ করে তাঁর কণ্ঠস্বর জনপ্রিয়। বিভিন্ন ক্ষেত্রে অনেকেই তাঁকে নকল করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কুমার শানুর গানের সংস্করণও নেটদুনিয়ায় ছড়িয়ে রয়েছে। শানু বলেন, ‘‘সম্প্রতি আমেরিকায় ট্যুর শেষ করে ফিরেছি। আমার পরবর্তী পদক্ষেপ, আদালতের দ্বারস্থ হওয়া। প্রযুক্তি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। যে কোনও গায়কের নকল তৈরি হওয়াটা ঠিক নয়। তাই শিল্পীকেই নিজেকে রক্ষা করতে হবে।’’
কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অতীতের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠস্বর নতুন গানে ব্যবহার করা হচ্ছে। অন্য দিকে, নির্মাতারা এখনও পুরনো জনপ্রিয় গানের রিমেক তৈরি করছেন। নতুন গানের পরিস্থিতি প্রসঙ্গে শানু বলেন, ‘‘প্রযোজকেরা এখন জোর করে খারাপ সুর এবং নিম্ন মানের গানের কথা শ্রোতাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন, বুঝতে পারি না।’’