Sikandar Box Office

‘সলমনের কেরিয়ার ধ্বংস না করে কি থামবেন না!’, ‘সিকন্দর’ প্রসঙ্গে কার উদ্দেশে ক্ষোভ অনুরাগীদের?

রবিবার ইদের প্রাক্কালে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। কিন্তু ছবিটি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৯
Share:
image of Salman Khan

‘সিকন্দর’ ছবিতে সলমন খানের লুক। ছবি: সংগৃহীত।

মুক্তির পর চার দিন কেটে গিয়েছে। কিন্তু বক্স অফিসে খুব বেশি আশার আলো দেখাতে পারেনি সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। অনুরাগীদের হতাশা এবং ছবি নিয়ে নেতিবাচক মন্তব্য ছবির সাফল্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। এই অবস্থায় ছবির প্রযোজক সাজিদ নাদিয়াডওয়ালার স্ত্রী ওয়ারদা খান ‘ভাইজান’-এর অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন।

Advertisement

এক্স হ্যান্ডলে ছবিটি নিয়ে বেশ কিছু ইতিবাচক ভিডিয়ো পোস্ট করেছেন ওয়ারদা। সেখানে দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহের দর্শকাসন পরিপূর্ণ। কোনও ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহের বাইরে টিকিট কাটার জন্য দর্শকের লম্বা লাইন। কিন্তু মন্তব্যবাক্সে অনুরাগীরা তাঁদের ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ছবিটি তাঁদের পছন্দ হয়নি। শুধু তা-ই নয়, একই সঙ্গে ছবির ভরাডুবির জন্য তাঁরা প্রযোজনা সংস্থাকে দায়ী করেছেন।

ইদের মরসুমে সলমনের ছবি নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা ছিলই। কিন্তু ছবির গুণগত মানের জন্য প্রথম দিন দেশের বক্স অফিসে ছবিটি মাত্র ২৬ কোটি টাকার ব্যবসা করে। যার ফলে ১০০ কোটি টাকার গণ্ডি অতিক্রম করতে এখনও ছবিটিকে বক্স অফিসে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। অনুরাগীদের একাংশের ক্ষোভ প্রযোজকদের উপরে। একজন অনুরাগী লেখেন, ‘‘দয়া করে একটু লজ্জিত হোন। আপনারা কি সলমনের কেরিয়ার ধ্বংস না করে থামবেন না!’’ ওয়ারদা অবশ্য পাল্টা নেতিবাচক মন্তব্যকারীদের ‘সুস্থতা’ কামনা করেছেন।

Advertisement

অবশ্য, পরবর্তী সময়ে বিতর্কের আঁচ পেয়ে ওয়ারদা তাঁর একাধিক পোস্ট মুছে দিয়েছেন। দর্শকের একাংশ এই প্রসঙ্গে অবশ্য সলমনকেই দায়ী করেছেন। অভিনেতার ছবি নির্বাচনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন তাঁরা। এক অনুরাগী লেখেন, ‘‘ছবি, চিত্রনাট্য এবং পরিচালক তো সলমন নির্বাচন করেছেন। ছবি ভাল না হলে প্রযোজককে দোষ দিয়ে লাভ নেই!’’

‘সিকন্দর’ প্রায় ৮ হাজার পর্দায় মুক্তি পায়। কিন্তু ছবিটি দর্শকের পছন্দ না হওয়ায় দেশের সিংহভাগ হলমালিক ছবির প্রদর্শনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। আগামী দিনে ছবিটি কেমন ব্যবসা করবে, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement